তিন হাজার ঘরের বস্তি এখন ধ্বংসস্তূপ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 14:26:01

রাজধানী মিরপুরের ৭ নম্বর সেকশনের চলন্তিকা মোড়ের তিন হাজার বসত ঘরের ঝিলপাড় বস্তি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে বস্তিটিতে জ্বলছে আগুন।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ১০টা ২৩ মিনিটে বস্তিটির এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিশাল এলাকা জুড়ে থাকা বস্তিটিতে অগ্নিকাণ্ডের কারণে আর কোনো ঘর বাড়ি আস্ত নেই। বস্তিটি এখন আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কয়েকটা পোড়া টিন, কাঠ ও বাঁশ ছাড়া আর কিছুই বাকি নেই।

আরও দেখা যায়, বস্তিটিতে বসবাসকারীরা আগুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ধ্বংসস্তূপ দেখছেন আর আহাজারি করছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বস্তিটিতে প্রায় তিন হাজারের মতো ঘর ছিল, যা এখন আগুনে পুড়ে ছাই। বস্তিটিতে থাকা অধিকাংশ মানুষ পাশের রিও ফ্যাশন, রিও ডিজাইন ও জিতা গার্মেন্টসের কর্মী ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আরামবাগের বস্তিটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন: বস্তিতে আগুন: পানির সংকট মেটাতে ঘটনাস্থলে ওয়াসার ট্রাক

আরও পড়ুন: মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

আরও পড়ুন: বস্তিতে আগুন: ঝুঁকিপূর্ণ ভবনের ছাদে উৎসুক জনতার ভিড়

এ সম্পর্কিত আরও খবর