বস্তিতে আগুন: এক কাপড়ে বের হয়ে এসেছি, সব শেষ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 10:33:24

'গায়ের রক্ত পানি করে তিলে তিলে সাজাইছিলাম সংসার। এক আগুনে সবকিছু শেষ হয়ে গেছে। সোনার সংসার ছাইড়া এক কাপড়ে বের হইছি। আমাদের আর কিছু বাকি নাই, সব শেষ।'

শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর মিরপুরের ৭ নম্বর সেকশনের আরামবাগের ঝিলপাড় বস্তিতে লাগা আগুনে সব হারিয়ে ভুক্তভোগী সুমি কথাগুলো বলছিলেন।

আরকে ভুক্তভোগী শারমিন বলেন, 'ঈদের বোনাস পাই টিভিসহ বাসায় কত নতুন জিনিস উঠাইছি। সব পুইড়া শেষ। আর জীবনে কী ঝুড়াইতে পারমু। সারা জীবনের কষ্ট দুই ঘণ্টার আগুনে পুইড়া শেষ।'

পার্বতী দাস নামে আরেক ভুক্তভোগী বলেন, 'ফায়ার সার্ভিস দুই ঘণ্টা ধইরাও আগুনে নেভাতে পারে নাই। আমাদের সব পুইড়া শেষ। গার্মেন্টসে চাকরি কইরা অল্প টাকা আই কইরা এই সংসার সাজাইছিলাম। এখন গায়ের কাপড়টা ছাড়া কিছু নিয়েই বের হইতে পারি না। আমরা এহন কই থাকমু, কী খামু? চোখের সামনে সব পুইড়া শেষ হইইয়া গেল।'

আরও পড়ুন: মিরপুর বস্তিতে আগুন: বৃষ্টির জন্য দোয়া পড়ছেন স্থানীয়রা

আরও পড়ুন: বস্তিতে আগুন: ঝুঁকিপূর্ণ ভবনের ছাদে উৎসুক জনতার ভিড়

আরও পড়ুন: মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

এ সম্পর্কিত আরও খবর