মিরপুর বস্তিতে আগুন: বৃষ্টির জন্য দোয়া পড়ছেন স্থানীয়রা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 19:24:15

'আল্লাহ তুমি বৃষ্টি দাও, রহম কর', 'আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই'। রাজধানী মিরপুরের ৭ নম্বরে আরামবাগের ঝিলপাড় বস্তির পূর্বপাশে দাঁড়িয়ে এই কামনাই করছেন স্থানীয়রা।

ঝিলপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় উৎসুক জনতার চোখে মুখে বিরাজ করছে আতঙ্ক। তাদেরকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে সরেজমিনে দেখা যায়, ঝিলপাড় বস্তির আকাশে আগুনের কুণ্ডলী লাল আভা ছড়িয়ে দিচ্ছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ।

দূর থেকে সে দৃশ্য দেখছে হাজার হাজার উৎসুক জনতা। তাদের নিয়ন্ত্রণে পু্লিশ বাঁশিতে ফু দিচ্ছে, ক্ষেত্র বিশেষে 'লাঠি চার্জ' করছে।

সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'মানুষ নিয়ন্ত্রণ করাটা চ্যালেঞ্জ এখন'।

জানা গেছে, শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে এ বস্তিতে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২০টি ইউনিট এখন পর্যন্ত দুই ঘণ্টার বেশি কাজ করলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় বাসিন্দাদের মতে, আরামবাগের ঝিলপাড় বস্তিতে প্রায় দেড় হাজারের মতো ঘর হয়েছে।

আরও পড়ুন: মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

আরও পড়ুন: বস্তিতে আগুন: ঝুঁকিপূর্ণ ভবনের ছাদে উৎসুক জনতার ভিড়

এ সম্পর্কিত আরও খবর