বস্তিতে আগুন: ঝুঁকিপূর্ণ ভবনের ছাদে উৎসুক জনতার ভিড়

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 23:23:40

রাজধানী মিরপুর-৭ এর আরামবাগের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের পাশের স্কুলের বঙ্গবন্ধু বিদ্যা নিকেতনের একতলা ভবনের ছাদে উৎসুক মানুষের ভিড় জমিয়েছে। সেখানে জড়ো হওয়া কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করলেও অনেকের কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের পাশে ভবনটি হওয়ায় সেখানেও যেকোনো সময় আগুন ছড়িয়ে পড়তে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।

আরও পড়ুন: মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

তাছাড়া আগুনের সরাসরি আভা লাগায় যেকোনো সময় ভবনটি ধসেও পড়তে পারে। এত কিছুর পরেও সেখানে উৎসুক জনতা ভিড় জমিয়েছে।

এদিকে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আরামবাগের বস্তিটিতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২০টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

আরও পড়ুন: চোখের সামনে সব পুড়ছে, আহাজারি বস্তিবাসীর

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর লিটন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'ঘটনাস্থলে আমাদের ২০টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে এর বেশি তথ্য নেই আমাদের কাছে। কিছুক্ষণ পর বিস্তারিত তথ্য জানানো যাবে।'

এ সম্পর্কিত আরও খবর