চোখের সামনে সব পুড়ছে, আহাজারি বস্তিবাসীর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 08:55:02

রাজধানী মিরপুর-৭ নম্বরে আরামবাগের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২০টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লাগা আগুনে বাঁশ, কাঠ ও টিনের চালা দিয়ে তৈরি পাশাপাশি ঘরগুলো আগুনে পুড়ে যাচ্ছে। চোখের সামনে নিজেদের থাকার ঘর, জিনিসপত্র ও জীবনের সঞ্চয় পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ছেন বস্তিবাসী। এ সময় তাদের আহাজারি করতে দেখা গেছে।

পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েছে। আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেখা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত বস্তিবাসী ও আশপাশের মানুষকে নিরাপদ স্থানে ছুটতে দেখা যায়।

অগ্নিকাণ্ডের স্থানে উৎসুক জনতার ভিড় জমেছে। আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

স্থানীয় বাসিন্দাদের মতে, আরামবাগের ঝিলপাড় বস্তিতে প্রায় দেড় হাজারের মতো ঘর হয়েছে। 

আরও পড়ুন: মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট 

এ সম্পর্কিত আরও খবর