চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ৫০ হাজার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-21 04:26:22

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে। চলতি বছরে এখন পর্যন্ত ৪৯ হাজার ৯৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ২৪৩ জন। এখনও দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭ হাজার ৭১৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত হিসাব আরো বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৭১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে শুধু ঢাকার সরকারি বেসরকারি হাসপাতাল গুলোতেই ভর্তি আছেন ৭৫৯ জন। ঢাকার বাইরে ৬৪ জেলা হাসপাতালে ভর্তি আছেন ৯৬০ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব মতে, শুক্রবার (১৬ আগস্ট) সকাল ৮ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭১৯ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম ইনচার্জ ডা. আয়েশা সিদ্দিকা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, তথ্য অনুযায়ী রাজধানীর বাইরে ৬৪ জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের রিপোর্ট আছে। ঢাকার বাইরে এই সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পেলেও মোট সংখ্যার দিক থেকে ডেঙ্গু রোগীর কমে আসছে। তবে চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার জন আক্রান্ত হয়েছেন।

এদিকে সরকারি তথ্যমতে, এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৪০ জন। তবে বেসরকারি হিসাবে এখন পর্যন্ত প্রায় ১০০ জনের বেশি ডেঙ্গু রোগী মারা গেছেন জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর