ডেঙ্গুতেই মৃত্যু ডেঙ্গু প্রতিরোধকারী স্বাস্থ্য সহকারীর

ঢাকা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর | 2023-08-30 22:10:14

ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিয়োজিত স্বাস্থ্য সহকারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ওই স্বাস্থ্য সহকারীর নাম তপন কুমার মণ্ডল (৩৮)।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল ৩টার দিকে বাংলাদেশ মেডিকেল কলেজে আইসিউতে তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে রক্তের প্লাটিলেট ৩০০০০ নেমে আসে।

এরপর ১২ আগস্ট রাতে দ্রুত ঢাকাস্থ বাংলাদেশ মেডিকেল কলেজে আইসিউতে নেওয়া হয়। ব্রেন হেমারেজ সহ বিভিন্ন জটিলতা সৃষ্টি হলে লাইফ সাপোর্টে নেয়া হয় এবং বিকালে তিনি মৃত্যুবরণ করেন। 

তপন কুমার মন্ডল, স্বাস্থ্য সহকারী (এসআইটি কোর্স সম্পন্নকারী, ৫৮ ব্যাচ বরিশাল আইএইচটি), উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তার কার্যালয়, সদর, মাদারীপুরে কর্মরত ছিলেন। তাকে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৮ নং ওয়ার্ডে স্বাস্থ্য অধিদফতরের আদেশে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল।

মৃত তপন কুমার মন্ডল মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইল বাড়ি গ্রামের জদু মন্ডলের ছেলে।

 

এ সম্পর্কিত আরও খবর