সরু রাস্তার কারণে পোস্তায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 22:21:47

রাজধানীর লালবাগের একটি প্লাস্টিক ও পলিথিন কারখানায় লাগা আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীদের। মূলত সরু গলির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে সমস্যা হচ্ছে।

বুধবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে লালবাগের পোস্তার ডাল এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে। এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, লালবাগের পোস্তা ওয়াটার অক্সফোর্ড রোড এলাকায় একটি ভবনে এই আগুন লাগার ঘটনা ঘটে। পরে ভবনটিতে থাকা একটি প্লাস্টিক ও পলিথিন কারখানায় আগুন ছড়িয়ে পরে। কিন্তু আগুন লাগার ১ ঘণ্টা সময় পার হয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আরও জানা গেছে, পুরান ঢাকার লালবাগ এলাকার রাস্তা ও অলিগলি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে সমস্যা হচ্ছে। এছাড়া ফায়ার ফাইটারদেরও সরু গলির কারণে ঘটনাস্থলে যেতে সমস্যা হচ্ছে। তাই ঘটনাস্থলে পানি ছিটাতে বেগ পেতে হচ্ছে তাদের। ফলে এখনো সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আরও পড়ুন:লালবাগে পলিথিন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট

এ সম্পর্কিত আরও খবর