বৃষ্টিভেজা বিকালে হাতিরঝিলে নগরবাসীর ঈদ আনন্দ

ঢাকা, জাতীয়

ইসমাইল হোসেন রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 06:57:54

সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে থেমে থেমে বৃষ্টি। তাতে কিছুটা ভাটা পড়েছে নগরবাসীর ঈদ আনন্দে। ঈদের তৃতীয় দিনে বৃষ্টি বাগড়া দিলেও অনেক ভ্রমণপ্রিয় মানুষ বেরিয়ে পড়েছেন রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে। কর্মব্যস্ত জীবনের মাঝে প্রিয়জনকে নিয়ে একটু সুন্দর সময় কাটাতে ঢাকার অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিলে ঈদ আনন্দে মেতে উঠেছেন অনেকে।

বুধবার (১৪ আগস্ট) বিকালে হাতিরঝিল ঘুরে দেখা গেছে, অন্যান্য সময়ের তুলনায় মানুষের ভিড় ছিল বেশি। সকালের দিকে বৃষ্টির কারণে আসতে না পারলেও বিকালের সুন্দর পরিবেশ উপভোগ করতে ভুলে যাননি নগরবাসী। বৃষ্টির বিরতিতে স্নিগ্ধ শীতল বাতাস দর্শনার্থীদের আনন্দ দ্বিগুণ করে দেয়।

আর বিনোদনপ্রেমীদের অনেকে হাতিরঝিলের লেকে নৌকায় ঘুরছিলেন। কেউ কেউ সেখানকার ভ্রাম্যমাণ দোকানে নানারকম খাবারের স্বাদ নিচ্ছেন। সেলফি বা দলবেঁধে ছবি তুলছিলেন অনেকে।

স্ত্রীকে নিয়ে হাতিরঝিল ঘুরতে এসেছেন সোহাগ রহমান। বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘চেয়েছিলাম সকাল বেলায় আসব, কিন্তু বৃষ্টির কারণে আসা হয়নি। এখন বৃষ্টি নেই, তাই চলে আসলাম। অন্যান্য সময়ে ব্যস্ত থাকি, পরিবারকে সময় দিতে পারি না। তাই ঈদের এই ছুটির সময়টা আর নষ্ট করতে চাই না।’

হাতিরঝিলে দর্শনার্থীদের সবচেয়ে বড় আকর্ষণ ওয়াটার বাস। আধা ঘণ্টা ভ্রমণে এখানে প্যাকেজ মূল্য নেওয়া হয় ৭০ টাকা। আর হাতিরঝিলে স্থাপিত রেস্টুরেন্টগুলোতেও ভিড় জমিয়েছেন অনেকেই। অন্যান্য সময়ের তুলনায় রেষ্টুরেন্টগুলোর বেচাকেনা কয়েকগুণ বেশি।

হাতিরঝিল ওয়াটার বাসের সুপার ভাইজার মো: আফজাল হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘বৃষ্টির কারণে তেমন যাত্রী পাচ্ছি না। গতকালও কম ছিল। রোজার ঈদে মোটামুটি যাত্রী ভালো ছিল। কিন্তু এবার কিছুটা কম। যাত্রীদের জন্য ৭০ টাকায় আধা ঘণ্টা ভ্রমণের প্যাকেজ দিয়েছি।’

ফাউন্টেন ভিউ রেস্টুরেন্টের ক্যাশিয়ার মো: জাকির হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘অন্য ঈদে রেষ্টুরেন্টে জায়গা দিতে পারি না। কিন্তু বৃষ্টির কারণে এবার চাপটা একটু কম। তবে পরিবার পরিজন নিয়ে অনেকেই আসছেন, বিক্রিও হচ্ছে মোটামুটি।’

মালিবাগ থেকে স্ত্রী সন্তানদের নিয়ে ঘুরতে আসা আরিফুল ইসলাম বলেন, ‘প্রতিবছর ঈদের প্রথম দিন কোরবানি নিয়ে ব্যস্ত থাকতে হয়, তাই দ্বিতীয় দিন পরিবারকে নিয়ে বের হই। কিন্তু গতকাল বিকালে বৃষ্টির কারণে বের হতে পারিনি। আজও বৃষ্টি থাকায় বাচ্চাদের মন খারাপ ছিল, কিন্তু বিকালে বৃষ্টি কিছুটা থামায় সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। বাচ্চারা ওয়াটার টেক্সিটা খুব উপভোগ করেছে।’

বৃষ্টিভেজা স্নিগ্ধ বিকালে এই পরিবেশ উপভোগ করতে ভোলছেন না প্রেমিক যুগলও। হাতিরঝিলের আশেপাশে ফুল মাথায় দিয়ে তরুণদের সঙ্গে তরুণীদের ঘুরে বেড়ানোর দৃশ্য ছিল চোখে পড়ার মতো। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত প্রেমিক যুগল শাহরিয়ার-সুমাইয়া বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘অন্যান্য দিনগুলোতেও সময় পেলে ঘোরাঘুরি করা হয়। কিন্তু ঈদের সময়টা একটু ভিন্ন। এ সময়ে একটু ঘুরে বেড়ানোর মজাই আলাদা। আর হারিতঝিলের এই সুন্দর পরিবেশটা উপভোগ করার মতো, তাই প্রায়ই এখানে আসা হয়।’

এ সম্পর্কিত আরও খবর