কোরবানি বর্জ্য ২৪ ঘণ্টার কম সময়ে অপসারণ হয়েছে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 04:23:10

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং সহযোগিতায় কোরবানির প্রথম দিনে ডিএনসিসি এলাকায় উৎপাদিত বিপুল পরিমাণ বর্জ্য সকল ওয়ার্ডের সড়ক থেকে ২৪ ঘণ্টার কম সময়ে অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লিখিত বক্তব্যে আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকাসমুহে প্রথম দিনে আনুমানিক ২ লাখ ৫০ হাজারের অধিক পশু কোরবানি হয়েছে। ওয়েব্রিজের তথ্য অনুযায়ী ২ হাজার ৪৪৯টি ট্রিপে বিকেল তিনটা পর্যন্ত ১৩ হাজার ২৩৪টন বর্জ্য ল্যান্ডফিলে পরিবহন করা হয়েছে।

মেয়র জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক ২৭৩টি পশু জবাইয়ের স্থান নির্ধারণ করা হয়েছিল। এ সকল নির্ধারিত স্থানসহ সরকারি এবং ব্যক্তিমালিকানাধীন আবাসিক কমপ্লেক্সের অভ্যন্তরে উপযুক্ত স্থানে পশু জবাই করা হয়েছে। বিগত বছরগুলোর তুলনায় এ বছর নির্ধারিত স্থানে পশু জবাইয়ে জনগণের সাড়া উৎসাহব্যঞ্জক। নির্ধারিত স্থানে পশু জবাইয়ের সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।

এ সম্পর্কিত আরও খবর