২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ: সাঈদ খোকন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 04:24:07

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘নাগরিকদের সহযোগিতায় ২৪ ঘণ্টার মধ্যে শহরের সকল বর্জ্য অপসারণ করা হবে। বর্জ্য অপসারণ করে পরিচ্ছিন্ন নগরী উপহার দেওয়া হবে।’

সোমবার (১২ আগস্ট) রাজধানীর ধোলাইখাল এলাকার সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে বর্জ্য অপসারণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, 'ঘোষণা করেছিলাম কোরবানির প্রথম দিনের বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করব। এ ব্যাপারে নগরবাসীর সহযোগিতা চাচ্ছি। এ বিষয়ে পরিবেশবাদী সংগঠনগুলো আমাদেরকে সাহায্য করছেন। ইনশাআল্লাহ, আমরা আমাদের ঘোষিত সময়ের মধ্যে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারব।’

তিনি বলেন, ‘ঈদের দ্বিতীয় দিনেও প্রচুর কোরবানি হয়। বিশেষ করে আমাদের এই পুরান ঢাকায়। দ্বিতীয় দিনের বর্জ্য ঐদিন রাতের মধ্যে অপসারণ করব। ঈদের তৃতীয় দিনেও কিছু কিছু জায়গায় পশু কোরবানি করা হয়ে থাকে। সেগুলোও অল্প সময়ের মধ্যে অপসারণ করে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারব।’

এ সময় বাড়ির পাশে কোরবানি দেওয়া নাগরিকদের উদ্দেশ্য করে মেয়র বলেন, ‘রক্ত ধুয়ে পরিষ্কার করে দিন। ব্লিচিং পাওডার পৌঁছে দিয়েছি, সেগুলো ছিটিয়ে দিন। আমরা ইতোমধ্যে বর্জ্য ফেলার ব্যাগ পৌঁছে দিয়েছি। বর্জ্য ব্যাগে ফেলে বস্তাবন্দি করে নিকটস্থ কন্টেইনারে ফেলুন।’

এ সময় উপস্থিত ছিলেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর