ডেঙ্গু রোগীদের সেবাতেই ঈদ আনন্দ চিকিৎসকদের

ময়মনসিংহ, জাতীয়

উবায়দুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-27 14:57:32

'এবারের ঈদটি আমার কাছে একদমই ভিন্ন রকম। আমি এই প্রথম ঈদে বাড়ি না গিয়ে রোগীদের সেবায় কাজ করছি। সব ঈদেই নিজের সময়টুকু বাসায় পরিবারকে দেই। এই ঈদটা আমার পেশার স্বার্থে আমার রোগীদের জন্য উৎসর্গ করলাম।'

বার্তাটোয়েন্টিফোর.কম-এর সঙ্গে আলাপকালে কথাগুলো বলছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের ১৫ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. সোহেল আল মুজাহিদ।

প্রতিবার ঈদ পরিবার-পরিজনের সাথে কাটলেও এবার সেই সুযোগ হচ্ছে না তার। ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করায় চিকিৎসকসহ সংশ্লিষ্টদের ছুটি বাতিল হওয়ায় এবার তারা ঈদ কাটাচ্ছেন হাসপাতালেই।

তা নিয়ে অবশ্য খুব বেশি আক্ষেপ নেই ডা. সোহেল আল মুজাহিদের। তিনি বলেন, 'পরিবারের সঙ্গে সময়টুকু কাটাতে পারলে অবশ্যই ভালো লাগত। কেননা এবার আমি জমজ সন্তানের বাবাও হয়েছি। কিন্তু রোগীদের সেবার ব্রত নিয়েই যেহেতু আমি এই পেশায় এসেছি। তাই দুর্যোগপূর্ণ এই সময়ে রোগীদের যথাযথ সেবাটুকু যে দিতে পারছি সেজন্য আমি নিজেকে গর্বিতও মনে করছি। তাদের সেবা করার মধ্যেই আমার ঈদের আনন্দ।'

৪৮ শয্যার এই ১৫ নম্বর ওয়ার্ডটি ডেঙ্গু রোগীতে ভরে গেছে। এখনো ভর্তি আছেন প্রায় আড়াইশো রোগী। প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন রোগী। তাই শয্যায় স্থান সংকুলান না হওয়ায় অনেকের থাকতে হচ্ছে মেঝেতে। এই ওয়ার্ডে একজন অধ্যাপক, একজন সহযোগী অধ্যাপক, দুইজন সহকারী অধ্যাপক, দশজন করে চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। এছাড়াও ডেঙ্গু রোগীদের জন্য করা আলাদা মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছেন। নিয়মিত ওয়ার্ডে রাউন্ড দিয়ে রোগীদের খোঁজখবরও রাখছেন।

ঈদে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে না পেরে কিছুটা মন খারাপ হলেও এসব রোগী রেখে ছুটি কাটানো অমানবিক হিসেবে মনে করেন এই ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. খাইরুল ইসলাম আরিফ।

তিনি বলেন, 'দেশের এরকম একটি কঠিন মুহূর্তে পরিবারের সঙ্গে ঈদ করতে না পারাটা একজন চিকিৎসকের জন্য স্বাভাবিক। তবে কিছুটা খারাপ লাগাতো থাকবেই।'

ডা. আরিফের ভাষ্যে, 'প্রতিটি ঈদ আমরা পরিবারের সঙ্গে কাটাই। সকল বন্ধু-বান্ধব এলাকায় চলে এসেছে। আর আমি সকালে প্রস্তুত হয়ে হাসপাতালে এসেছি এজন্য কিছুটা খারাপ লাগছে। কিন্তু রোগীরাও তো অনেক অসুস্থ। তাদের এ অবস্থায় রেখে ছুটি কাটানো পুরোপুরি অমানবিক। কেননা রোগীর সুস্থতার ওপরই একজন চিকিৎসকের সার্থকতা।'

মমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল হওয়ায় তারা নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছেন।

এ সম্পর্কিত আরও খবর