বড় গরুর দাম কমলেও মাঝারিতে অপরিবর্তিত

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 23:40:59

আফতাব নগর (ঢাকা) পশুর হাট থেকে: কোরবানির পশুর হাটে শেষ সময়ে এসে বড় গরুতে দাম ছাড়ছেন বিক্রেতারা। তবে ক্রেতা চাহিদা বেশি থাকায় মাঝারি সাইজের (তিন থেকে সাড়ে তিন মণ) দাম অপরিবর্তিত রয়েছে।

ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাটের শুরুর দিনগুলোতে ৮, ৯, ১০ ও ১১ মণের গরুর দাম দুই লাখ থেকে দুই লাখ ৫০ হাজার পর্যন্ত দাম হাঁকিয়ে ছিলেন বেপারীরা। তা এখন শেষ সময়ে এক লাখ ৫০ থেকে ৫০ হাজার টাকা ছাড়ছেন তারা।

অন্যদিকে, তিন থেকে সাড়ে তিন মণ ওজনের মাঝারি গরুর দাম আগের মতোই ৬০-৭০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু সংখ্যক বেপারী ৫০-৫৫ হাজার টাকার মধ্যে এসব গরু ছেড়ে দিচ্ছেন।

রোববার (১১ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর আফতাব নগরের পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।

সাতক্ষীরা থেকে আগত বেপারী মো. জীবন বলেন, ‘দুই লাখ টাকার গরু এক লাখ ৫০ হাজার চাচ্ছি, তারপরও ক্রেতা পাওয়া যাচ্ছে না। চারটি বড় গরু রয়েছে, এগুলো না বিক্রি হলে পথে বসতে হবে।’

বাড্ডা থেকে আগত ক্রেতা মো.সাইদূর রহমান বলেন, ‘বড় গরুতে আমাদের আগ্রহ নেই। ক্রেতাদের জোক এখন মাঝারি সাইজের গরুতে। এই চাহিদার কথা বুঝে বেপারীও দাম ছাড়ছেন না।’

পাবনা থেকে মো. ফাহাদ ১৩টি মাঝারি সাইজের গরু নিয়ে এসেছেন। এর মধ্যে ১১টি বিক্রি করেছেন। তিনি বলেন, ‘আমার বাকি দুইটি গরুর ওজন তিন মণ করে হবে। ৬০-৬৫ কমে বিক্রি করব না। প্রয়োজন হলে বাড়ি নিয়ে গিয়ে কসাইয়ের কাছে বিক্রি করে দেব।’

এদিকে ক্রেতাদের একটি বড় অংশ এখনো অপেক্ষা করছেন দাম কমার। কিন্তু দুয়েকটি মাঝারি সাইজের গরুর দাম কমে বিক্রি হলেও অধিকাংশ গরুর দাম কমেনি। এছাড়া বড় গরুর দাম কমলেও ক্রেতা চাহিদা নেই বললেই চলে।

এ সম্পর্কিত আরও খবর