ডেঙ্গু আক্রান্ত কাপড় ব্যবসায়ীর রমেকে মৃত্যু

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-30 21:40:14

ঢাকার কেরানীগঞ্জ থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হওয়া মনিরুল ইসলাম (৩৪) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় রমেক  থেকে রংপুর ডক্টরস ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মনিরুল ইসলাম লালমনিরহাট জেলার কালমাটি ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢাকার কেরানীগঞ্জে কাপড়ের ব্যবসা করতেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৭ আগস্ট বাসায় ফিরলেও আজ শারীরিক অবস্থার অবনতি সকালে রমেকে ভর্তি হন।

এদিকে ডেঙ্গু আক্রান্ত মনিরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক একেএম শাহাদুজ্জামান।

রমেক হাসপাতালের ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক দলের এই মুখপাত্র জানান, রোববার সকালে আশঙ্কাজনক অবস্থায় মনিরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ-তে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু রমেক হাসপাতালের আইসিইউতে কেবিন সংকটের কারণে সন্ধ্যায় ডক্টরস ক্লিনিকে নেওয়ার পথে গাড়িতেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, 'ঢাকা থেকে ৭ আগস্ট বাসায় ফিরে মনিরুল ইসলাম জ্বরে ভুগছিলেন। কিন্তু তিনি গুরুত্ব দেননি। এ কারণে দেরিতে তিনি হাসপাতালে ভর্তি হন। আমরা চেষ্টা করেছি, তার চিকিৎসার জন্য। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না।'

এ সময় ডা. শাহাদুজ্জামান বলেন, 'এখন ঈদ করতে ঢাকা থেকে অনেকেই বাড়ি ফিরেছেন। কেউ যদি জ্বর অনুভব করেন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। ডেঙ্গুতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতনতা ও চিকিৎসার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা ডেঙ্গু প্রতিরোধে বেশি গুরুত্ববহন করে।'

এদিকে রমেক হাসপাতালের মেডিসিন বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই হতে আজ রোববার পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ৩১২ জন। চিকিৎসা নিয়ে চলে গেছেন ১৯৯ জন। এর মধ্যে গত ৬ আগস্ট এ রোগে আক্রান্ত হয়ে রিয়ানা আকতার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়।

বর্তমানে হাসপাতালে ১১৩ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩২ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে চলে গেছে ৩০ জন। এখন আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে আইসিইউতে রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর