খুলনায় শেষ মুহূর্তে জমজমাট কোরবানির হাট

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা | 2023-08-26 00:24:39

রাত পেরোলেই পবিত্র ঈদুল আজহা। শেষ মুহূর্তে খুলনার কোরবানির হাটে বেচাকেনা জমে উঠেছে। ক্র‌েতা সমাগমে সরব হয়ে উঠেছে পুরো হাট এলাকা।

রোববার (১১ আগস্ট) দুপুরে খুলনার প্রধান কোরবানির পশুর হাট জোড়াগেটে ঘুরে দেখা যায়, হাটে ক্রেতাদের ভিড় বেড়েছে। বেড়েছে বিক্রিও। তবে তুলনামূলক হাটে বড় গরুর ক্রেতা কম। ক্রেতারা সময় নিয়ে সাধ্যের মধ্যে কোরবানির গরু-ছাগল দেখছেন, দরদাম করছেন, কিনছেন। অনেকে দরদাম ছাড়াই অল্প সময়ের মধ্যে পশু কিনেও নিচ্ছেন। দাম নিয়ে ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যেই সন্তুষ্টি দেখা গেছে।

নড়াইলের কালিয়া উপজেলা থেকে গরু নিয়ে আসা ব্যাপারী শাহজাহান মোল্লা বার্তা টোয়েন্টিফোর.কম-কে বলেন, 'শনিবার থেকে হাটে ক্রেতা সমাগম বেড়েছে। আমাদের কাছে ছোট বড় সব সাইজের গরু আছে। ছোট গরু ৪০ হাজার থেকে শুরু আর বড় গরু লাখ টাকার ওপরে। এবার বেচা বিক্র‌ি গতবারের থেকে ভালো।'

গরু কিনতে আসা নগরীর হাজী মেহের আলী রোডের বাসিন্দা কাজী ফজলে রাব্বী বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'শনিবারও গরু কিনতে হাটে এসেছিলাম, কিন্তু পছন্দমতো গরু পাইনি। তাই আজ আবার এলাম। হাটে তুলনামূলক ছোট গরুর থেকে বড় গরু বেশি। এবার গরুর দাম সন্তোষজনক। তাই আরও দেখব তারপর কিনব।'

নগরীর ২১ নং ওয়ার্ডের বাসিন্দা মিলন শেখ বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'হাট অনেক ঘুরে দেখলাম, ছোট গরুর দাম একটু বেশি। সেই তুলনায় বড় গরুর দাম মোটামুটি ঠিক আছে। ছোট সাইজের গরু ৪০ হাজার থেকে ৬০ হাজার, মাঝারি থেকে বড় ধরনের গরু ৭০ হাজার থেকে এক লাখ টাকা ও আর বড় দেশি গরু এক লাখ ২০ হাজার থেকে ২ লাখ টাকায় বিক্রি হচ্ছে।

অনেক ক্র‌েতা পশুর দাম ও আর্থিক সঙ্গতির হিসাব মেলাতে না পেরে হাটে ঘুরছেন আর দেখছেন। শেষ মুহূর্তে যদি সাধ্য‌ের অর্থের সঙ্গে পছন্দ মিলে যায় সেই আশায়। যে কারণে রাতের দিকে আরও বেশি বিক্র‌ি হবে বলে ধারণা করছেন সবাই।

ব্যাপারীরা বলেন, 'এ বছর ভারতীয় গরু না আসার কারণে দেশি ক্রস প্রজাতির গরু বেশি উঠেছে হাটে। গতবারের চেয়ে দামও একটু বেশি, কিন্তু সন্তোষজনক। খুলনার হাটে ক্রেতারা যেভাবে হাটে আসছেন, আর কিনছেন, তাতে রাতের দিকে গরু পাওয়া যাবে না বলে ধারণা তাদের। এবার গরুর তুলনায় ছাগলের বিক্রি অনেক কম খুলনার হাটে।'

হাট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আনিছুর রহমান বিশ্বাস জানান, 'এ বছর হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। শেষদিনে বেচাবিক্র‌ি বেড়েছে। সুষ্ঠুভাবে হাট পরিচালনার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিটি করপোরেশন। ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা থাকায় এ হাট থেকে পছন্দের গরু-ছাগল কিনে খুশি মনে বাড়ি ফিরছেন ক্র‌েতারা।'

এ সম্পর্কিত আরও খবর