জাতীয় ঈদগাহের মাঠের প্রস্তুতি ৯৫ শতাংশ সম্পন্ন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 15:15:25

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠের ৯৫ শতাংশ প্রস্তুতি কাজ শেষ হয়ে গেছে। শুধু কার্পেট ও চাদর বিছানো বাকি রয়েছে। একই সঙ্গে রোববার (১১ আগস্ট) স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) পর্যবেক্ষণের পর অবশিষ্ট কাজ শেষ করা হবে।

শনিবার (১০ আগস্ট) হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ মাঠে সরেজমিনে ঘুরে ও আয়োজকদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।

আয়োজকরা জানান, মুষলধারে বৃষ্টি হলেও ঈদের নামাজ পড়তে কোনো সমস্যা হবে না এই মাঠে। এজন্য সমগ্র মাঠ ত্রিপল দিয়ে ছেয়ে দেওয়া হয়েছে। এরপরেই ছামিয়ানা টানানো হয়েছে। পাচস্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে শতাধিক সিসি ক্যামেরা।

মাঠ সাজানোর কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিয়ারু-সর্দার এন্ড সন্সের ব্যাবস্থাপনা পরিচালক মো. মোজাম্মেল হক বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘এসএসএফ এর ব্রিফিংয়ের আগে ম্যাট, কার্পেট, চাদর এগুলো বিছাতে পারব না। রোববার দুপুর ২টার সময় ব্রিফিং আছে। তারপর সকল কাজ শেষ করে ফেলতে পারব। এছাড়া যা কিছু আছে, তা দুই দিন আগে শেষ হয়ে গেছে।’

‘যেমন ওয়াটারপ্রুফ (পানি রোধোক) প্যান্ডেল, গেট, ওজুখানা, মোবাইল টয়লেট, মহিলাদের জন্য নামাজের জায়গা, মাহামান্য রাষ্ট্রপতি যেখানে নামাজ পড়বেন- সব কাজ কম্পলিট হয়ে গেছে। মুষলধারে যদি বৃষ্টি হয়, মুসল্লিরা একবার প্যান্ডেলে প্রবেশ করতে পারলে নামাজ পড়তে কোনো সমস্যা হবে না। এছাড়া প্যান্ডেলের বিভিন্ন পয়েন্টের পাঁচটি অংশে আন্ডার ড্রেনের ব্যবস্থা রয়েছে। পানি পড়লে ওখান দিয়ে পানি বের হয়ে যাবে। পানি জমার কোনো সম্ভাবনা নেই।’

মাঠের আশেপাশে ও ভেতরে দেখা গেছে, পরিচ্ছন্নতাকর্মী ও ডেকোরেশনের লোকজন শেষ মুহূর্তের কাজগুলো করছেন। ডিএমপির পক্ষে বিভিন্ন সাইনবোর্ড লাগানো হয়েছে। যেখানে ব্যারিকেড ব্যবস্থাপনা, ভিআইপি কার পার্কিং, ডাইভার্শন, যানবাহন মুক্ত সড়কের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সকাল ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি সংবাদিকদের বলেন, ‘ঈদুল আজহার জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তার স্বার্থে মাঠে প্রবেশের সময় জায়নামাজ ও ছাতা ছাড়া কিছুই সঙ্গে আনতে পারবেন না মুসল্লিরা। তবে পুলিশ প্রয়োজন মনে করলে জায়নামাজ ও ছাতা খুলে তল্লাশি করবে। গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য সাদা পোশাকে অবস্থান করবে।

মাঠের আশেপাশের রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, ‘আব্দুল গণি রোড, দোয়েল চত্বর, মৎসভবন মোড়সহ কয়েক স্থানে ব্যারিকেড় থাকবে। এসব রাস্তা দিয়ে ঈদগাহের দিকে পায়ে হেঁটে আসতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর