ডেঙ্গু নিয়েও বাড়ি ফিরছেন অনেকে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 04:01:03

ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। লঞ্চ, বাস ও ট্রেনে অতিরিক্ত ভিড়ের মধ্যেই শত ভোগান্তি সহ্য করে প্রিয়জনের কাছে ছুটে যাচ্ছেন তারা। অনেকে আবার চলমান ডেঙ্গু প্রকোপের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েও স্বজনদের কাছে ফিরছেন। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কোন কিছুকেই বাধা মনে করছেন না তারা।

শনিবার (১০ আগস্ট) সকালে সদরঘাট ঘুরে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী পাওয়া যায়, যারা সবাই চিকিৎসা নিয়ে কিছুটা অসুস্থ শরীর নিয়েও স্বজনদের কাছে ফিরে যাচ্ছেন ঈদ উদযাপনে।

রোমানা ইসলাম বরিশালে যাচ্ছেন ঈদ করতে। টানা কয়েকদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। শুক্রবার রাতে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে শনিবারই রওয়ানা দিয়েছেন বরিশাল অভিমুখে।

বার্তাটোয়েন্টিফোর.কমকে তিনি বলেন, কয়েকদিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। গতকাল ছুটি পেয়েই আজ বাড়ি যাচ্ছি। শরীর খুব দুর্বল, তবুও সবার সঙ্গে ঈদ করব বলে বাড়ি যাচ্ছি। আশা করি কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাব।

আরও পড়ুন, সদরঘাটে লঞ্চের রেষারেষিতে দুর্ঘটনা, আহত ৪ যাত্রী

ডেঙ্গু আক্রান্ত রিকশাচালক মনিরুল ইসলাম বলেন, “দুইদিন আগে টেস্ট করাইয়া ডেঙ্গু ধরা পড়ছে। দুই দিন হাসপাতালে ভর্তি থাইকা আজকা বাড়ি যাইতাছি। বাড়িতে যত্ন করার মানুষ আছে, ঢাকায় পইড়া থাকলে দেখব ক্যাডা? এমনিতেও কয়দিন ধইরা রিকশাও চালাইতে পারি না, এর চাইতে বাড়ি যাইয়া বইয়া থাহা ভালো।”

নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা তেমন স্বস্তির হচ্ছে না। কারণ, সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু নিয়ে শঙ্কায় আছেন সবাই। ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা বাড়ি ফিরছেন তারা প্রিয়জনের টানেই ছুটে চলেছেন।

ডেঙ্গু রোগীদের সেবা দিতে ঈদের ছুটিতে সকল সরকারি-বেসরকারি হাসপাতালের হেল্প ডেস্ক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের দিন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডাররা (সিএইচসিপি) অন-কল এ চিকিৎসা কাজে দায়িত্বরত থাকবেন। স্থানীয় রোগীরা যেকোন সমস্যায় তাদের সঙ্গে মোবাইল নম্বরে যোগাযোগ করবেন।

আর ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা নিশ্চিতকরণে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং চালু থাকবে।

এ সম্পর্কিত আরও খবর