ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি করতে পারব না: কাদের

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 13:49:36

বন্যা এবং ডেঙ্গু জ্বর মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, 'ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এ কথা আমি দাবি করতে পারব না। তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে ব্যাপারে সর্বাত্মক প্রয়াস নেওয়া হয়েছে।'

শুক্রবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গাবতলী টার্মিনালে ঘরমুখো মানুষের ঈদযাত্রার পরিস্থিতি দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন, যেকোনো মূল্য ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে হবে। সবাই প্রধানমন্ত্রীর নির্দেশে একযোগে কাজ করছি। আশা করি, মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে।'

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, 'আমরা সর্বাত্মভাবে সকল বিভাগ ও সংস্থা কাজ করছি। প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে প্রস্তুতিমূলক তৎপরতা আরও জোরদার হয়েছে। আরও জোরদার হবে। যাতে মানুষকে স্বস্তি দেওয়া যায়। এ ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় আমরা আমাদের সর্বক্ষেত্রেই আমাদের সহযোগিতা থাকবে। এরইমধ্যে ওষুধ এসে গেছে, ওষুধ ছিটানোর কাজ শুরু হয়েছে। আমাদের সিটি কর্পোরেশন, অনেক পৌরসভা কাজ করছে। সচেতনতা, সাবধানতা কার্যকর ওষুধ ছিটানোর পর নিরাপদ করবে তাতে করে ডেঙ্গু রোগ আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে। এখনো নিয়ন্ত্রণে এসেছে এই কথা আমি দাবি করতে পারব না।'

তিনি বলেন, 'ঈদের সময় যাতে পরিস্থিতি জটিল না হয়, নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং মানুষের আতঙ্ক দূর করা যায় সে ব্যাপারে দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছি। প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, ডেঙ্গু নিয়ে এডিস মশা নিয়ে আমাদের মৌসুমি প্রস্তুতি নিলে চলবে না। সারা বছরই সচেতনতার কর্মসূচি থাকতে হবে, সারা বছরই অ্যাকশন প্রোগ্রাম অব্যাহত রাখতে হবে।'

দেশ উন্নত হয়েছে বলে ডেঙ্গু বেড়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে কে কী মন্তব্য করল সেটা ব্যাপার না। আসল কথা হচ্ছে, আমরা যা বলেছি তা করছি। পরিচ্ছন্নতা অভিযানেও আছি, সচেতনতামূলক ক্যাম্পেইনেও আছি, সঙ্গে সঙ্গে একটা ঘাটতি ছিল ওষুধের ব্যাপারে, ওষুধও এসে গেছে ওষুধ ছিটানোর কাজটাও চলবে এবং সঙ্গে সঙ্গে আমাদের যার যে দায়িত্ব সেই দায়িত্বগুলো সমন্বয় করার ব্যাপারটি প্রধানমন্ত্রী শক্তিশালী করেছেন আরও জোরদার হবে। ডেঙ্গু বা এডিস মশা মানুষের চেয়ে শক্তিশালী কিছু নয়, আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, এই চ্যালেঞ্জ এমন কঠিন চ্যালেঞ্জ নয়, যেটা নিয়ন্ত্রণ করতে পারব না এমন না, ইনশাল্লাহ আমরা পারব। দুই এক জনের ছিটে ফোঁটা বিস্ফোরক মন্তব্য দিয়ে তো আমাদের সার্বিক কর্মকাণ্ড মূল্যায়ন করা যাবে না।'

এ সম্পর্কিত আরও খবর