সফলতা থাকলেও পুরোপুরি সন্তুষ্ট নন ডিএমপি কমিশনার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-18 23:15:38

ঢাকা মেট্রোপিলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দীর্ঘ এক হাজার ৬৮০ কর্মদিবসে অগণিত সফলতা থাকলেও পুরোপুরি সন্তুষ্ট নন সদ্য বিদায়ী ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে শেষ কর্মদিবসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের কর্মজীবনের প্রাপ্তি-প্রাপ্তি তুলে ধরে এ কথা বলেন তিনি।

প্রথমে ডিএমপি কমিশনার নিজের সফলতার কথা উল্লেখ করে বলেন, 'রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষার জন্য ডিএমপির ৩৪ হাজার পুলিশ সদস্যকে একই ছাতার নিচে ও একই পরিবার হয়ে কাজ করার যে বিষয়টি রয়েছে, সেটি আমার সফলতা মধ্যে অন্যতম। জঙ্গিবাদে আমাদের সফলতা দেশ-বিদেশে এখন রোল মডেল হিসেবে দেখা হয়।'

তিনি বলেন, 'আমাদের অন্য আরেকটি সফলতা হচ্ছে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ। আমরা একটি সফটওয়্যার ডাটাবেইজে করতে সক্ষম হয়েছি। আমাদের কাছে এখন রাজধানীর ৭২ লাখ ভাড়াটিয়াদের তথ্য রয়েছে। কোনো সন্ত্রাসী ঢাকা শহরে পরিচয় গোপন করে লুকিয়ে থেকে কোনো অপরাধ করতে পারছে না। টেকসই উন্নয়নে এটি একটি অনন্য দৃষ্টান্ত।'

ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, 'ব্যর্থতার কথা যদি বলি তাহলে বলব জনগণের যে প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান সেটা আমরা কিছু কমিয়ে এনেছি। কিন্তু এখানে আমরা শতভাগ সফল হয়নি। থানায় মানুষ যে ধরনের সেবা পায় সেটি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারেনি। কিন্তু আমরা উন্নত করেছি, তবে এখানে আমাদের আরও কাজ করার আছে।'

তিনি বলেন, 'দ্বিতীয় আরেকটি ব্যর্থতার কথা বলব, সেটি হল ঢাকা শহরকে যানজটমুক্ত করতে পারিনি আমরা। এর দায়ভার শুধু আমাদের একার নয়। রাস্তা তৈরি, সিগন্যাল বাতি, পানি নিষ্কাশন এগুলো আরও বেশ কয়েকটি সংস্থার কাজ। তবে সবচেয়ে বড় সমস্যা, আমাদের দেশের মানুষের আইন না মানার প্রবণতা। উল্টো পথে যাওয়া সিগন্যাল ভায়োলেশন করা। এসব কারণে আমরা শতভাগ সফল হতে পারিনি, এখানে আমাদের ব্যর্থতা রয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর