বিলম্বে ছাড়ছে ট্রেন, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 08:44:58

ঈদযাত্রার দ্বিতীয় দিনে ট্রেনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। তবে বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত বিলম্বে ছাড়ছে। এতে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘুরে দেখা গেছে, হাজার মানুষ ট্রেনের অপেক্ষায় সকাল থেকে প্ল্যাটফরমে বসে আছেন। কেউ একটি, কেউবা দুটি ব্যাগসহ সঙ্গে স্ত্রী সন্তান বা মা বাবাকে নিয়ে ট্রেনের অপেক্ষা করছেন। কেউবা প্রত্রিকা পড়ে সময় পার করছেন। অনেকে আবার ব্যাগ সামনে রেখে প্ল্যাটফরমের ফ্লোরে বসে আছেন। সবার একটাই চিন্তা কখন ট্রেন ছেড়ে যাবে।

রাজশাহীগামী ধূমকেতুর যাত্রী এনায়েতুল্লাহ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘পরিরিবারে সদস্যদের নিয়ে বাসে যাওয়া কষ্ট কর। তাই ১০ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ৩০ জুলাই টিকিট কেটেছি। আজ বাড়ি যাচ্ছি। তবে সকাল ৬টার ট্রেন সাড়ে ৮টা বাজ তাও ছাড়েনি।’

তিনি আরও বলেন, ‘নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়লে আমরা আগে পৌঁছাতে পারতাম, কিন্তু আসেনি, তাই বসে আছি।’

পরে ট্রেনটি ৮টা ৪৮মিনিটে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। অর্থাৎ পৌনে ৩ঘণ্টা বিলম্ব করেছে ট্রেনটি।

জানতে চাইলে ধূমকেতুর টিকিট মাস্টার মনিরউজ্জামান বলেন, ‘ট্রেনটি কমলাপুর আসতে দেরি করেছে তাই বিলম্ব হয়েছে।’

একইভাবে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস দেড়ঘণ্টা বিলম্বে সকাল সোয়া ৮টায় কমলাপুর ছেড়েছে। ট্রেনটি ৬টা ২০ মিনিটে কমালাপুর থেকে গন্তব্যের উদ্দেশে ছাড়ার কথা ছিল।

চিলাহাটীগামী নীলসাগর ৮টায় ছাড়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ছাড়েনি। ট্রেননটি সকাল সাড়ে ১০টায় ছাড়বার ঘোষণা দেওয়া হয়েছে।

শেরপুরগামী মহুয়া এক্সপ্রেস একঘণ্টা বিলম্বে সকাল ৯টায় কমলাপুর থেকে ছেড়েছে। এছাড়া দেওয়ানগঞ্জের স্পেশাল ট্রেনটি সকালে ছাড়ার কথা থাকলেও এখনো ছেড়ে যায়নি।

রেলওয়ে সূত্রমতে, বৃহস্পতিবার মোট ৩৭টি ট্রেন কমলাপুর থেকে সারাদেশের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। তার মধ্যে সকাল ৯টা পর্যন্ত কমলাপুর থেকে ১২টি ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রাশুরু করেছে।

এ সম্পর্কিত আরও খবর