যে বাড়িতে এডিস মশার অস্তিত্ব মিলবে নোটিশ টাঙিয়ে দেওয়া হবে

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 23:57:07

এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে কঠোর হতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখন থেকে প্রতিটি ওয়ার্ডে একটি টিম যাবে, যে বাড়ি বা স্থাপনায় এডিস মশার অস্তিত্ব পাওয়া যাবে ওই বাড়িতে একটি সাবধানী নোটিশ টাঙিয়ে দেওয়া হবে। এরপর সেই বাড়ির মালিককে জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (৭ আগস্ট) দুপুরে গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগর ভবনে ডেঙ্গু পরিস্থিতি ও ওষুধের বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন মেয়র।

মেয়র বলেন, সরকারের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে একজন করে উপসচিব মর্যাদার অফিসার দেওয়া হয়েছে। উপ সচিবকে আহ্বায়ক করে ৯ সদস্যের টিম কাজ করবে। এই টিম প্রতিটি বাড়িতে যাবে যে বাড়ি বা স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যাবে সেই বাড়িতে ঝুলবে নোটিশ “সাবধান” এই বাড়ি/ স্থাপনায় এডিস মশার অস্তিত্ব পাওয়া গিয়েছে।” মেয়র বলেন, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী জরিমানা করা হবে।

তিনি বলেন, আমাদের অনেক মশক কর্মী ফিল্ডে যান না, আবার ফিল্ড অফিসারও ঠিকমত থাকেন না এমন অভিযোগ প্রায়শই পাই। তাই আমরা মনিটরিং করার জন্য অনলাইনের মাধ্যমে জনগণকে জানিয়েছি। এমনকি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে ওই এলাকায় আমাদের এই মশক নিধনকর্মী এবং সুপারভাইজর যাবেন, তাদের নাম ও মোবাইল নম্বর দিয়েছি। এছাড়া এখন জিপিআরএস এর মাধ্যমে ট্রাকিং করা হচ্ছে।

মেয়র বলেন, শুধু ওষুধ আনলেই চলবে না। আমাদের পর্যাপ্ত ফগিং মেশিন নেই। তাই আমরা দ্রুত ফগিং মেশিন আনার ব্যবস্থা করেছি। আগামী ৪ দিনের মধ্যে ২০০ ফগিং মেশিন চলে আসবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কীটতত্ত্ববিদ ড. মঞ্জুর আহমেদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার, ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকতা ব্রি. জে. মোমিনুর রহমান মামুন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ শাখার অতিরিক্ত উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর