মোহনপুরে মাদকবিরোধী অভিযানে মেয়রপুত্রসহ গ্রেফতার ১০

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-12 06:28:55

রাজশাহীর মোহনপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে কেশরহাট পৌরসভার প্যানেল মেয়রের ছেলেসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ আগস্ট) দুপুরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মেয়রপুত্র ও তার পাঁচ অনুসারী ইয়াবা বহন ও সেবনে জড়িত এবং অপর চারজনকে গাঁজা সেবনকালে হাতেনাতে গ্রেফতার করা হয়। পৃথক দুই মামলায় তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কেশরহাট পৌরসভার প্যানেল মেয়র রুস্তম আলীর ছেলে রুহুল আমিন (৩০), উপজেলার কৃঞ্চপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে বিদ্যুৎ সরকার (৩৮), গাঙ্গোপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মিলন হোসেন (২০), রবিউল ইসলামের ছেলে আলম হোসেন (২৮), সইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে উজ্জল হোসেন (৩২), আবুল কাশেমের ছেলে হুমায়ন কবির (২৯)।

অপরদিকে গাঁজা সেবনের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার খয়রা গ্রামের জলিল হোসেনের ছেলে ওয়াসিম আলী (২৭), তাফিল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (৩০), কালিগ্রামের খোরশেদ আলীর ছেলে সোহেল রানা (৩১), মৌগাছি একবারপুর নূর মোহাম্মদ আলীর ছেলে আবু হেনা (৩৪)।

উল্লেখ্য, রোববার (৪ আগস্ট) গভীর রাতে এবং সোমবার (৫ আগস্ট) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ সম্পর্কিত আরও খবর