‘সাহেবরা নাকে তেল দিয়ে দেশ পরিচালনা করছেন’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 18:11:48

ফিনিক্স পাখির মতো বিএনপিকে পরাজিত করা সম্ভব নয় বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাবেন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই। আপনারা হতাশ হবেন না। আমরা বারবার এই ধরনের সংকটে পড়েছি সুতরাং আমাদের মানসিক শক্তি বাড়াতে হবে। এই দেশের মানুষের দল বিএনপি। আমরা রাজনীতিও করি এই দেশের মানুষের জন্য।’

সোমবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে কে.এম.হেমায়েত উল্ল্যাহ আওরঙ্গ এর ষষ্টতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহাফিল আনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘দেশের অবস্থা কি সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। সবচেয়ে ভয়াবহ অবস্থার মধ্যে আছি। বাঁচব কি বাঁচব না, ডেঙ্গু আক্রান্ত হব কি হব না। আমাদের সাহেবরা যারা নাকের উপর তেল দিয়ে দেশ পরিচালনা করছেন তারা তো বলেন সবকিছু ঠিক আছে ডেঙ্গু নিয়ন্ত্রণ। কিন্তু বাস্তবতা ভিন্ন। পত্রিকার পাতায় দেখলাম ১৫ হাজার ৭৬০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এরপরও পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে থাকে।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, 'জুন মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলে ৩৪ জন। গত তিন মাসে এর সংখ্যা মহামারি আকার ধারণ করেছে। দুঃখের বিষয় হলো, দেশের স্বাস্থ্যমন্ত্রী জানেন না ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কতজন মারা গেছেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান সরকার দেশকে যে দিকে নিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। বারবার উন্নয়নের কথা বলেন, উন্নয়ন কোথায় আপনাদের। আজ হাসপাতালগুলোতে রোগীরা চিকিৎসা নিতে পারছে না । মশক নিধনের কোনো ওষুধ দিতে পারে না। যেখানে আজও নিরাপদ সড়ক তৈরি করতে পারেননি সেখানে মানুষের জীবনের নিরাপত্তা কোথায়।’

সিটি করপোরেশন মেয়রদের উদ্দেশ্য করে তিনি বলেন,‘আমাদের দুই সিটির দুই মেয়র কিভাবে নির্বাচিত হয়েছে আপনারা জানেন। কেউ যায়নি ভোট দিতে। তারা নগরীর জনগণের দায়িত্ববোধ সঠিকভাবে পালন করতে পারেননি। মেয়ররা বলে- ডেঙ্গুর বিষয় নাকি গুজব। সুতরাং তাদের দায়িত্ববোধের জায়গাটা কোথায় গিয়ে পৌঁছেছে সেটা চিন্তা করেন।’

স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ দলের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর