এডিস মশার লার্ভা পাওয়ায় ইউনাইটেড গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 10:11:32

এডিস মশা বিস্তার রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে নির্মাণাধীন ভবনের যেসকল ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে তাদের সর্তক করার পাশাপাশি কঠোর শাস্তি নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার (০২ আগস্ট) ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে গুলশান-২ এ অবস্থিত ইউনাইটেড গ্রুপের বেইজমেন্টে অপরিচ্ছন্ন ও স্যাঁতসেঁতে পরিবেশ এবং দীর্ঘ দিন জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা, এডিস মশা বংশবিস্তারের উপযোগী পরিবেশ দেখতে পান।

এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত ইউনাইটেড গ্রুপকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করেন। ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর