ঢাকা-বরিশাল নৌরুটে স্পেশাল লঞ্চ সার্ভিস

বরিশাল, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-08-30 16:42:47

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌরুটে যাত্রীদের জন্য স্পেশাল লঞ্চ সার্ভিস শুরু হবে আগামী ৮ আগস্ট থেকে। যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। বিশেষ সেবার পাশাপাশি সরকারি স্টিমার-জাহাজেরও বিশেষ সেবা চালু থাকবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম। এবারও কেবিন ও সোফার জন্য যাত্রীদের কাছ থেকে চাহিদাপত্র গ্রহণ করে লঞ্চ কর্তৃপক্ষ। সেই অনুযায়ী টিকিট বিক্রি শুরু হয়েছে।

সুন্দরবন নেভিগেশনের বুকিং কাউন্টার ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘যাত্রীদের সেবা নিশ্চিত করতে সুন্দরবন নেভিগেশন গেল ২৫ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত টিকিট সংগ্রহকারীদের টোকেন দেওয়া হয়। সেই অনুযায়ী ২৮ জুলাই বিকাল থেকেই আগাম টিকিট বিক্রি শুরু করেছি।’

এমভি মানামী লঞ্চের বুকিং কাউন্টারের মোঃ হালিম বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘সরাসরি যাত্রীদের চাহিদা অনুযায়ী আগাম টিকিট বিক্রি শুরু করেছি। যে আগে আসছে, তাকে আগে দিয়েছি।’

বাংলাদেশ যাত্রীবাহী নৌ পরিবহন সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সুন্দরবন নেভিগেশনের স্বত্বাধিকারী সাইদুর রহমান রিন্টু বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, ঈদে ঢাকা -বরিশাল নৌরুটে যাত্রীদের আসা-যাওয়ার জন্য ২০ থেকে ২১টি বিলাসবহুল লঞ্চ চলাচল করবে।

বিআইডব্লিউটিএ’র বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু জানান, বরিশাল নৌ বন্দর এলাকায় পর্যাপ্ত সুপেয় পানি সরবারহ, যাত্রী ছাউনি ও যাত্রীদের সকল সেবা প্রদান করা হবে। এছাড়াও বন্দর এলাকায় র্যাব, পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড, আনসার ও রোভার স্কাউটের সদস্যরা যাত্রীসেবায় নিয়োজিত থাকবেন।

বিআইডব্লিউটিসি’র বরিশালের সহকারী মহা-ব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ বার্তা টোয়েন্টিফোর.কম কে বলেন, ‘বিগত ঈদের মতো এবারো ঢাকা-মোড়লগঞ্জ ভায়া বরিশাল নৌরুটে সরকারি পাঁচটি নৌযান চলাচল করবে। যা আগামী ৮ আগস্ট থেকে শুরু হয়ে ঈদের পর এক সপ্তাহ পর্যন্ত যাত্রীদের জন্য স্পেশাল সার্ভিস চালু থাকবে।’

এ সম্পর্কিত আরও খবর