খুলনার কৃ-আর্ট গ্যালারিতে শিল্পকর্ম প্রদর্শনী

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর. কম, খুলনা | 2023-08-27 13:55:04

খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ভাস্কর্য ডিসিপ্লিনের শিক্ষার্থীদের শিল্পকর্মের সপ্তাহব্যাপী প্রদর্শনী 'ধাতব ত্বরণ' শুরু হয়েছে।

বুধবার (৩১ জুলাই) নগরীর কেডিএ এভিনিউয়ের কৃ-আর্ট গ্যালারিতে সকল শ্রেণী পেশার মানুষের পদচারণায় শিল্পকর্ম প্রদর্শনীর প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

এছাড়া প্রদর্শনীতে প্রথমবারের মতো 'হলো কাস্টিং' মাধ্যম শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কলাভবন, শান্তিনিকেতন থেকে সম্প্রতি স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত ভাস্কর্যের ২জন ছাত্র গৌরব দাস ও বিশ্বজিৎ রায় কর্মশালাটি পরিচালনা করেন। উক্ত কর্মশালায় ২৩ জন শিল্পীর ২৫টি নিরিক্ষাধর্মী শিল্পকর্ম ভাস্কর্য এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।

এর আগে মঙ্গলবার (৩০ জুলাই) প্রদর্শনীর উদ্বোধন করেন খুবির চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) মোঃ শেখ সাদী ভূইয়া।

উল্লেখ্য, প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর