রাজস্ব ফাঁকি দিয়ে আনা ১৫০ আইফোন বসুন্ধরা সিটি থেকে জব্দ, ব্যবসায়ীদের বিক্ষোভ

, জাতীয়

শাহরিয়ার হাসান, স্টাফ করেস্পন্ডেন্ট | 2023-09-01 05:50:25

ঢাকা: বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে আনা প্রায় ১৫০টি অবৈধ আইফোন জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। এদিকে অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

বসুন্ধরা মোবাইল মালিক সমিতির প্রচার সম্পাদক তানিম অভিযোগ করে বলেন, প্রায় ৪ কোটি টাকার মোবাইল জব্দ করেছে। দেশে আর কোথাও এমন ঘটনা ঘটে না, শুধু বসুন্ধরাতেই তারা অভিযান চালায়।

তিনি আরো বলেন, গত ১ বছরে ৩ বার অভিযান হয়েছে আমাদের মোবাইল দোকান গুলোতে।

এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা পান্থপথে অবরোধ করে রাখে শুল্ক গোয়েন্দাদের।

শনিবার বেলা ১১টায় রাজধানীর উত্তরা, গুলশান এবং ১২টার দিকে বসুন্ধরা সিটিতে অভিযান শুরু করেন শুল্ক গোয়েন্দাদের পৃথক তিনটি দল।

অভিযানে শুল্ক গোয়েন্দারা ছাড়াও র‌্যাব, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। দুপুর দেড়টায় অভিযান শেষ হয়।

শুল্ক গোয়েন্দার এডিজি কাজী জিয়া উদ্দিন সাংবাদিকদের বলেন, ১০০ পিস আইফোন জব্দ করা হয়েছে বাজার মুল্যে ১ কোটি টাকা।

এদিকে ব্যবসায়ীরা শুল্ক গোয়েন্দাদের অভিযান ‘অবৈধ’ উল্লেখ করে দ্রুত জব্দ করা আইফোন ফেরত দেয়ার জন্য বিক্ষোভ করেন।

এ সম্পর্কিত আরও খবর