সুলতানা কামালকে প্রধানমন্ত্রীর সহমর্মিতা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 21:02:35

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামালের স্বামী সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারি সফরে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের স্থানীয় সময় সকাল ৮টায় সুলতানা কামালের সঙ্গে টেলিফোনে কথা বলেন। মঙ্গলবার (৩০ জুলাই) বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিজেদের পারিবারিক ও অতীত স্মৃতি রোমন্থন করেন।’

লন্ডন সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরলে সশরীরে সুলতানা কামালের বাসায় গিয়েও ব্যক্তিগতভাবে সমবেদনা জানানোর সম্ভাবনা আছে বলেও বিপ্লব বড়ুয়া জানান।

উল্লেখ্য, সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুপ্রিয় চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত ১৩ জুলাই বারডেমে তিনি ভর্তি হয়েছিলেন ।

মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এ সম্পর্কিত আরও খবর