মোবাইল নম্বর ক্লোন করা প্রতারক চক্রের ৩ সদস্য আটক

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-26 14:16:48

ময়মনসিংহে অভিযান চালিয়ে মোবাইল ফোন নম্বর ক্লোন করা প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে দুটি পুরাতন মোবাইল ফোন, চারটি সিম কার্ড ও ১ হাজার টাকার ২০টি জাল নোট উদ্ধার করা হয়। আটকরা হলেন—হাবিবুল্লাহ (২৪), মফিজুল হক (৩২) ও মাসুদ রানা (৩২)।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, একাধিক মোবাইল ক্লোনের ঘটনার প্রেক্ষিতে ডিবির একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায সোমবার (২৯ জুলাই) রাতে ময়মনসিংহ শহরে অভিযান চালায়।

এ সময় শহরের দুর্গাবাড়ি রোডস্থ ন্যাশনাল ব্যাংকের সামনে থেকে মোবাইল নম্বর ক্লোনের ঘটনার সঙ্গে জড়িত হাবিবুল্লাহ ও মফিজুলকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুর জেলা থেকে অপর আসামি মাসুদকে আটক করে ডিবি পুলিশ।

ওসি আরও বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত এক সিনিয়র পুলিশ কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করার চেষ্টাসহ আরও অনেকের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা করে আসছিল চক্রটি। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর