গুজব রটিয়ে কেউ ছাড় পাবে না: অতিরিক্ত পুলিশ কমিশনার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-23 03:54:12

গুজব রটিয়ে এখন পর্যন্ত কেউ ছাড় পায়নি, ভবিষ্যতেও পাবেন না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর বিএফডিসির সামনে গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না, সচেতনতা সপ্তাহের র‌্যালিতে তিনি এ কথা বলেন।

মীর রেজাউল আলম বলেন, এখন পর্যন্ত গুজবে ৮ জন নিরীহ ব্যক্তির প্রাণ গেছে। তবে তাদের যারা হত্যা করেছে তারা কেউই ছাড় পায়নি। ভবিষ্যতেও যারা গুজবকে পুঁজি করে অপরাধ করবে তারা কেউই ছাড় পাবে না।

আপনাদের উচিত কোথাও কোনো অপরাধ হলে পুলিশকে জানানো। আইন নিজের হাতে তুলে নিয়ে, নিজে অপরাধী হতে যাবেন না।

র‍্যালীতে উপস্থিত থেকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা তো সবাই তাদের নিজ নিজ ধর্মে বিশ্বাস করি। কোন ধর্মেই তো বলে না কুসংস্কার বিশ্বাস করতে। গুজবের মতো বিষয়ে কান দিয়ে, গুজব রটিয়ে মানুষ হত্যা করে কেন অপরাধে জড়াচ্ছেন।

তেজগাঁও পুলিশ বিভাগের আয়োজনে গুজবে কান দেবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না, গণসচেতনতা সপ্তাহের এই র‌্যালিতে  পুলিশের পাশাপাশি  উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেতা ও অভিনেত্রীরা।

এ সম্পর্কিত আরও খবর