কমলাপুরে অগ্রিম টিকিট বিক্রি: দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড়

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 13:24:13

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পাওয়ার আশায় মঙ্গলবার (৩০ জুলাই) ভোর রাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন ঈদযাত্রীরা। প্রথম ঘণ্টায় টিকিট বিক্রির গতিতে সন্তুষ্ট তারা।

সরেজমিনে রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের পশ্চিম প্রান্তে আছে টিকিট কাটার ১১টি বুথ। এর মধ্যে নয়টি পুরুষ আর দুটি থেকে নারীরা টিকিট কাটছেন। অন্যদিকে পূর্ব প্রান্তের ছয়টি বুথে তেমন ভিড় নেই।

টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইনে স্টেশনে তিল ধারণের জায়গা নেই। টিকিট কাটার লাইন রাস্তা পর্যন্ত ছড়িয়ে গেছে।

তাদেরকে শৃঙ্খলায় রাখতে প্রতি মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। বাঁশি দিয়ে টিকেট প্রত্যাশীদের সারিবদ্ধ থাকতে সতর্ক করে দিচ্ছেন।

স্টেশন সূত্রে জানা গেছে, টিকিট বিক্রি কার্যক্রম সকাল ৯ টায় শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। মঙ্গলবার বিক্রি হচ্ছে আগামী ৮ আগস্টের ট্রেনের টিকিট।

টিকিট পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিল্লুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘সোমবার দিবাগতরাত সাড়ে ৩টায় এসে লাইনে দাঁড়িয়েছি। তারপরও ৫০ জনের পেছনে ছিলাম। বনলতা এক্সপ্রেসের দুটি টিকেট কেটেছি আমি।’

তিনি আরও বলেন, ‘প্রথম ঘন্টায় ভালোভাবেই টিকিট কাটা গেছে।’

সামিয়া আনসারী নামের আরেকজন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘টিকিট পেয়ে খুব ভালো লাগছে। টিকিট কাটতে অনেক কষ্ট ও দুর্ভোগ পোহাতে হলেও ঈদে বাড়ি যাওয়ার আনন্দে সব কষ্ট দূর হয়ে যায়।’

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম সুশৃংখলভাবে চালানোর জন্য আমাদের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশাকরি নির্বিঘ্নে যাত্রীরা ঈদের টিকিট কাটতে পারবেন।’

এ সম্পর্কিত আরও খবর