বর্তমান বিশ্ব বদলে গেছে, যুক্তরাষ্ট্র একক শক্তি নয়

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 00:35:50

‘বর্তমান বিশ্ব বদলে গেছে, যুক্তরাষ্ট্র আর এখন একক শক্তি নয়। যুক্তরাষ্ট্রের এখন ফাঁকা বুলি ছাড়া কিছুই নেই। বিশ্বে যা সন্ত্রাস ঘটছে সবার পিছনে রয়েছে যুক্তরাষ্ট্র।’

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান বিশ্ব বদলে যাচ্ছে। এখন একক দেশের শক্তি নেই। এখন সব সিদ্ধান্ত পশ্চিম থেকে আসছে না। এখন পূর্ব তার নিজের সিদ্ধান্ত নিচ্ছে।

ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, এখন পরাশক্তি এককভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। উদাহরণ হিসেবে বলা যায়, যুক্তরাষ্ট্র বলেছিল তিন মাসের মধ্যে সিরিয়ায় বাশার আসাদকে পদচ্যুত করবে। কিন্তু আজ ৮ বছর ধরে তিনি বহাল আছেন। এতেই প্রমাণ করে যুক্তরাষ্ট্র এখন বিশ্বের একমাত্র শক্তি নয়। এখন যুক্তরাষ্ট্র যা দেখাচ্ছে তা ফাঁকা বুলি ছাড়া কিছু নেই। বিশ্বে যা সন্ত্রাস ঘটছে সবার পিছনে রয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল করেছে। তাছাড়া ইউনেস্কো ও জলবায়ু চুক্তির মতো চুক্তি বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের এমন মনোভাবই প্রমাণ করে তারা গোটা বিশ্বকে কেমন করে বিরক্ত করে চলছে।

রাষ্ট্রদূত বলেন, ইরান মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না। এ কারণেই যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন বা সৌদি আরবের চেয়েও ইরানের প্রতিরক্ষা বাজেট অনেক কম। ৬ হাজার মাইল দূরের যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা দিতে পারে এ অঞ্চলের দেশগুলোই।

এ সম্পর্কিত আরও খবর