খুলনায় ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে আতঙ্ক

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর .কম, খুলনা | 2023-08-27 06:02:55

বর্ষা মৌসুমে খুলনায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আতঙ্ক। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। আশঙ্কাজনকভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন হচ্ছে নগরবাসী।

শনিবার (২৭ জুলাই) পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একইসাথে নগরীর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

খুলনা মেডিকেল কল‌েজ হাসপাতালের মেডিসিন বিভাগের ভর্তি হওয়া রোগীর রেজিস্ট্রারের তথ্যমতে, খুমেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৪ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। খুমেক হাসপাতালের চিকিৎসক ডাঃ পার্থ প্রতীম দেবনাথ ডেঙ্গু রোগীদের বিষয়ে তদারকি করছেন।

ডাঃ পার্থ প্রতীম দেবনাথ বার্তা টোয়েন্টিফোর.কম’কে বলেন, খুমেকে এ পর্যন্ত ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া প্রাথমিকভাবে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর অনেক রোগী বেসরকারি হাসপাতালে বা ঢাকায় চলে গেছেন। বহির্বিভাগে জ্বর নিয়ে আসা রোগীদের মধ্যে ডেঙ্গুর লক্ষণ দেখা গেছে। আমরা ভর্তি হবার পরামর্শ দিচ্ছি।

খুমেক হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এসএম কামাল বলেন, সাধারণত এডিস মশা দিনের বেলায় কামড়ায়। এরা পরিষ্কার পানিতে জন্মায়, বিশেষত বাড়ির ছাদে বা আশেপাশে এমনকি ঘরের ভেতরেও ফ্রিজের জমা পানিতে, সোফার নিচেও জন্ম নিতে পারে। সুস্থ্য থাকতে হলে বাড়ির ভেতর পরিষ্কার রাখার পাশাপাশি আশেপাশেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। একই স্থানে তিন থেকে পাঁচ দিন পানি জমে থাকলে সেখানে এডিস মশা ডিম পারে।

এদিকে খুলনার বেসরকারি হাসপাতাল‌ের মধ্য‌ে, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, ডক্টরস পয়েন্ট, গাজী মেডিকেল কলেজ হাসপাতালসহ আরো কয়েকটি ক্লিনিকে ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন রয়েছে। খুলনায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।

খুলনা সিটি কর্পোরেশন ও বিএমএসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা নিয়েছে। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বাড়তি সতর্কতা পালন করতে পরামর্শ দিয়েছে চিকিৎকরা।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ বার্তা টোয়েন্টিফোর. কম কে বলেন, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি ওয়ার্ডে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। সচেতনতামূলক সভা, র‌্যালি ছাড়াও নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কনভারজেন্সি বিভাগের সঙ্গে সমন্বয় করে ডেঙ্গু প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। খুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

খুলনার সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক বলেন, ডেঙ্গু প্রতিরোধে খুলনা জেলায় ১১৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রত্যেক ইউনিয়নে একটি করে মেডিকেল টিম কাজ করছে।

এ সম্পর্কিত আরও খবর