গ্রাম থেকে শহর ডিজিটাইজেলশন বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-23 08:13:25

গ্রাম থেকে শহর ডিজিটাইজেলশন পৃথিবীর কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেছেন, ‘পুরো বিশ্বে ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়েছে শহর থেকে গ্রামে। কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটালাইজেশনের কাজ শুরু করেছিলেন গ্রাম থেকে শহরে। এটাই সারা পৃথিবীর কাছে অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত হয়েছে।’

রোববার (২৮ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ময়মনসিংহ বিভাগের সকল জেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ভাষা প্রশিক্ষণ ল্যাবের মনিটরিং কর্মকর্তা, আইসিটি ও কম্পিউটার শিক্ষক, আইসিটি বিভাগের ইনফো সরকার প্রকল্প ফেইজ-৩ এর কর্মকর্তা ও ইউডিসির উদ্যোক্তাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘এটুআইর ইউনিয়ন ডিজিটাল সেন্টার সফল বাস্তবায়নের ফলে আমরা শুধু গ্রামের সাধারণ মানুষকে সব ধরনের সেবাই দিচ্ছি না, বিশ্বের কাছে উন্নয়ন ও ডিজিটালাইজেশনের মডেল উপস্থাপন করে বাংলাদেশকে গর্বিত করতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘দশ বছর আগে যেখানে ৪৩ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল না, মাত্র ৫০ লাখ মানুষ ইন্টারনেটে যুক্ত ছিলেন। দশ বছরের ব্যবধানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে আজ বাংলাদেশে ৯ কোটি ৫০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী এবং ৯৪ শতাংশ ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে।’

আগামী পাঁচ বছরে সরকারি সেবার বৈপ্লবিক পরিবর্তন ঘটতে যাচ্ছে উল্লেখ করে উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে আমরা সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। এজন্য উদ্যোক্তাদের তৈরি করতে হবে। আপনারা যদি নিজেদেরকে তৈরি করতে পারেন তাহলে ডিজিটাল সেন্টারগুলোই সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে পারব।’

জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমদ, সাংসদ মোসলেম উদ্দিন, ফাহমী গোলন্দাজ বাবেল, মনিরা সুলতানা মনি, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ইনফো সরকার প্রকল্প ফেইজ-৩ এর প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ।

এর আগে, ময়মনসিংহ সদর উপজেলার রহমতপুরে প্রস্তাবিত হাই-টেক পার্কের জমি সরেজমিন পরিদর্শন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। যেখানে ৭ একর জায়গায় ১৫৪ কোটি ব্যয়ে ৭ তলা বিশিষ্ট একটি হাই-টেক পার্ক নির্মিত হবে।

এ সম্পর্কিত আরও খবর