রংপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, হাসপাতালে ভর্তি ২৯

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুরস্টাস্টা | 2023-08-30 12:08:41

রংপুরেও ডেঙ্গু জ্বরের প্রকোপ ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও সাতজন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অনেকে ভর্তি রয়েছেন। তবে এ পরিসংখ্যান জানা যায়নি।

২৯ রোগীর মধ্যে তিন জন রংপুরে ডেঙ্গু জ্বরে অসুস্থ হয়েছেন। বাকিরা ঢাকায় আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে ফিরে এসেছেন। এদের সবার বাড়ি রংপুর অঞ্চলে বলে জানা গেছে। রমেক হাসপাতালের মেডিসিন বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, গত ১৯ জুলাই থেকে ২৮ জুলাই সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৯ জন রোগীকে ভর্তি করা হয়। তাদের মেডিসিন বিভাগে আলাদা ওয়ার্ডে বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়া আরও বেশ কয়েকজন রোগী ভর্তি হয়েছে। পরীক্ষা করে ডেঙ্গু নিশ্চিত হওয়ার পর তাদের আলাদা ওয়ার্ডে নেওয়া হবে।

রোগীদের স্বজনরা জানান, আক্রান্তদের বেশির ভাগই ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং করতেন। এছাড়া বেশ কয়েকজন চাকরি করেন। সেখান থেকে আক্রান্ত হয়ে বাড়িতে চলে এসে রমেক হাসপাতালে ভর্তি হয়েছেন।

রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের ২৯নং ওয়ার্ডে কথা হয় সাকিব নামে এক কলেজ ছাত্রের সাথে। বার্তাটোয়েন্টিফোর.কমকে তিনি জানান, ঢাকায় হামদর্দ কলেজে লেখাপড়া করে তিনি। এক সপ্তাহ আগে প্রচণ্ড জ্বর নিয়ে ঢাকায় ডাক্তারের কাছে গিয়েছিলেন। সেখানে রক্ত পরীক্ষা করে দেখা যায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত। পরে তিনি বাড়িতে চলে আসেন। এখানে আসার পর অসুস্থ হয়ে পড়লে রমেক হাসপাতালে ভর্তি হন।

একই বিভাগে কথা হয় রংপুর মহানগরীর গনেশপুরের স্বাগত, ঠাকুরগাঁওয়ের নাইমুল ইসলাম, মিঠাপুকুরের সালাম মিয়া। তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা থেকে বাড়িতে আসার পর হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

রংপুর নগরীর খটখটিয়া এলাকার প্রকৌশলী আশরাফুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, তিনি আট দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। একটু সুস্থ হয়ে রংপুরে আসার পর ফের অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

একই কথা জানান নীলফামারীর সৈয়দপুর থেকে হাসপাতালে ভর্তি হওয়া মনোরঞ্জন রায়। তবে তিনি ঢাকায় যায়নি। বাড়িতে হঠাৎ করে এই জ্বরে আক্রান্ত হয়েছেন।

কর্তব্যরত নার্স ওয়ালেদা বেগম জানান, হাসপাতালে মেডিসিন ওয়ার্ডের কোথাও জায়গা নেই বাধ্য হয়ে পেয়িং ওয়ার্ড খালি করে সেখানে ডেঙ্গু রোগীদের রাখা হয়েছে। হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় রোগীদের অনেকেই বাইরে থেকে রক্ত পরীক্ষা করছেন।

এ ব্যাপারে রমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহাম্মেদ জানান, গত দশ দিনে ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের বেশিরভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে রংপুর এসেছেন। রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ডেঙ্গু শনাক্তের পরীক্ষা রমেক হাসপাতালে করা যাচ্ছে না বলেও জানান তিনি।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেছেন, ‘ডেঙ্গু নিয়ে আমরা সতর্ক রয়েছি। ইতোমধ্যে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর