এডিস মশার লার্ভা পাওয়ায় ৮ ভবন মালিককে জরিমানা

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 03:29:16

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অব্যাহতভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে।

শনিবার (২৬ জুলাই) ডিএসসিসি আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ভবনে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়ায় ৮ ভবন মালিককে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এনিয়ে ৬ দিন অভিযান পরিচালিত হয়। অভিযানে যেসকল ভবনে অতিমাত্রায় এডিস মশার জীবাণু পাওয়া যায় সেসকল বাড়ির মালিককে জরিমানা করা হয়।পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়।

আরও পড়ুন: ভবনে এডিস মশার জীবাণু পাওয়ায় ডমিনোকে জরিমানা

এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে সিটি করপোরেশন। মেয়রের পূর্ব ঘোষণা অনুযায়ী ডিএসসিসি’র প্রতিটি ওয়ার্ডে নির্মাণাধীন ভবন পরিদর্শন করবে ভ্রাম্যমাণ টিম।

অন্যদিকে বাড়িতে বাড়িয়ে গিয়ে এডিস মশা ধ্বংসের কার্যক্রমও চলছে। বাড়ি বাড়ি মশার মারার কার্যক্রমে প্রতিদিন ১ হাজার ৭১০ গড়ে ১৫ দিনে ২৫ হাজার বাড়িতে গিয়ে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা হবে। গত ২১ জুলাই বাড়ি বাড়ি গিয়ে মশা মারার কার্যক্রম উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ডেঙ্গু সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে 'ডেঙ্গু'

এ সম্পর্কিত আরও খবর