বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেছিলেন জঙ্গিরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 21:21:34

রাজধানীর রূপনগর এলাকার এক বাড়ি থেকে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্য বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশের এন্টিটেরোরিজম ইউনিটের প্রতিরোধের মুখে তারা পালাতে পারেননি। সর্বশেষ রাত ২টার দিকে এ তিন জঙ্গি আটক হন পুলিশের কাছে।

আটক ব্যক্তিরা হলেন আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া ও আহম্মদ আলী।

শুক্রবার (২৬ জুলাই) দিনগত রাত ২টার দিকে রূপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে এন্টিটেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। এছাড়া পুলিশের ওপর কয়েক রাউন্ড গুলি ছোড়েন তারা। পরে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা সাত রাউন্ড গুলি ছোড়ে। এতে জাকারিয়া নামে এক জঙ্গি আহত হন। পরে আহত জঙ্গিসহ তিন জঙ্গিকে রাত ২টায় গ্রেফতার করা হয়। আহত ব্যক্তি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ সম্পর্কিত আরও খবর