রংপুরে ডেঙ্গু আক্রান্ত ১৩ জন হাসপাতালে

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-31 21:24:18

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছে। এরা সবাই ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুর এসেছেন।

শুক্রবার (২৬ জুলাই) সকালে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে বলে রমেক হাসপাতাল সূত্র জানায়। 

এদিকে গত মঙ্গলবার (২৩ জুলাই) থেকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মেডিসিন বিভাগে জ্বর আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে।

হাসপাতালের মেডিসিন বিভাগের ১ ও ২৯নং ওয়ার্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৩ জনের মধ্যে প্রণয়, আতিকুর রহমান, স্বাগত রায়, অনিক ও আবিদের নাম জানা গেছে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

সূত্রে জানা যায়, গত চারদিনে জ্বরে আক্রান্ত হয়ে মেডিসিন বিভাগের ১নং ওয়ার্ডে ৫ জন ও ২৯নং ওয়ার্ডে ৮জন ভর্তি হয়েছে। এদের মধ্যে শুরুতে অনেকে প্রচণ্ড জ্বর ও মাথা ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। পরে রক্ত পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রোগীরা ঢাকায় অবস্থানকালে এই জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. দেবেন্দ্র নাথ বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'ডেঙ্গু জ্বরে আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।' 

এ ব্যাপারে আরও জানতে হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল গণির মোবাইল ফোনে একাধিকবার কল করে তাকে পাওয়া যায়নি। 

এ সম্পর্কিত আরও খবর