বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানের বাহাস

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 12:58:09

বিদ্যুৎ খাতে ট্যাক্স হলিডে প্রসঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের মধ্যে এক দফা বাহাস হয়ে গেছে।

শুরুটা করেছিলেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, শক্ত জবাব দিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (২৪ জুলাই) দুপুরে বিদ্যুৎ ভবনে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমন বাহাস দেখা গেছে।

অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বিদ্যুৎ খাতে ১৫ বছরের ট্যাক্স হলিডে রয়েছে। অনন্তকাল ধরে এই ট্যাক্স হলিডে চলতে পারে না। বিদ্যুৎ খাতের অনেক উন্নয়ন হয়েছে। এখন ট্যাক্স হলিডে থেকে বেরিয়ে আসতে হবে। সবকিছু সেভাবেই প্ল্যানিং করতে হবে। সরকারের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ব্যবসায়ীদেরকেও বলব সেভাবে প্লানিং করতে।

বিশাল আকারের বাজেট প্রণয়ন হয়েছে। বাজেটে এনবিআর’র মাধ্যমে যোগানের লক্ষ্য ধরা হয়েছে ৩ লাখ কোটি টাকা। বিষয়টি মাথায় রাখতে হবে, যোগ করেন এনবিআর চেয়ারম্যান।

এরপর বক্তৃতা দিতে উঠে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে সেখান থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। সেই বিদ্যুতে কতগুলো শিল্প চলবে, কতগুলো রাজস্ব আয়ের ক্ষেত্র খুলে যাবে, কত রাজস্ব আসবে—সেই ইকোনমিটা অনেকে চিন্তা করেন না।

এ সম্পর্কিত আরও খবর