বন্যার্তদের জন্য ইইউ’র ৮৫ লাখ ইউরো সহায়তা

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 12:31:40

দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বন্যা দুর্গতদের সহায়তায় ৮৫ লাখ ইউরো অনুদানের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশ, ভারত, নেপাল ও ফিলিপাইনের বন্যা দুর্গতের মাঝে এ সহায়তা দেওয়া হবে।

বুধবার (২৪ জুলাই) ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি আর্থিক সাহায্যের আওতায় বসতবাড়ি ও জীবিকা হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য খাদ্য সহায়তা, পুষ্টিসেবা, বিশুদ্ধ খাবার পানি, আশ্রয়, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার সুবিধা দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর