ভারত সবসময় বিমসটেককে সমর্থন দেবে: জয়শংকর

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 22:41:43

ভারত সবসময় বিমসটেককে (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) সমর্থন দিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বিমসটেকের মহাসচিব এম শহীদুল ইসলাম মঙ্গলবার (২৩ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বুধবার (২৪ জুলাই) ঢাকাস্থ বিমসটেক সচিবালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিমসটেকের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ভারত বিমসটেকের উন্নতি এবং সদস্য রাষ্ট্রগুলির দ্বারা এই আঞ্চলিক উদ্যোগকে আরও শক্তিশালী করার পক্ষে।

বিমসটেকের চলমান প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা উল্লেখ করে জয়শঙ্কর আশা প্রকাশ করেন, যে কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে তাতে বিমসটেক ভবিষ্যতে আরও ফল দেবে।

তিনি বলেন, ভারতের প্রতিবেশী এবং বিশেষত পূর্ব দিকে দৃষ্টি নিবদ্ধ করে বিমসটেক ভারতের জন্য অগ্রাধিকার পাবে।

ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগগুলি জোরদার করে বিমসটেক সদস্য রাষ্ট্রগুলি যে উদ্যোগ নিয়েছে তাকে স্বাগত জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গোপসাগর অঞ্চলের সব দেশের যৌথ সমৃদ্ধির জোরালো সমর্থক।

এ সম্পর্কিত আরও খবর