পরিচিতি ভ্রমণে পর্যটন মালয়েশিয়া ও রিজেন্ট এয়ারওয়েজ

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 16:04:05

পর্যটন মালয়েশিয়া ঢাকা ও রিজেন্ট এয়ারওয়েজ যৌথভাবে ভিজিট মালয়েশিয়া-২০২০ পরিচিত করতে একটি ভ্রমণের আয়োজন করে।

এ সফরে ৭ বাংলাদেশি এজেন্টের একটি দল ১৫ থেকে ২০ জুলাই মালয়েশিয়ায় বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন করে।

বুধবার (২৪ জুলাই) ঢাকাস্থ মালয়েশিয়ার দূতাবাস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

এ দলের নেতৃত্ব দেন পর্যটন মালয়েশিয়া ঢাকার ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেব এবং রিজেন্ট এয়ারওয়েজের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের পরিচালক সোহেল মজিদ।

দলটি জোহর বাহরু ও মেলাকা, জেন্টিং হাইল্যান্ড এবং টিংগি দ্বীপ ভ্রমণ করে। দলের সদস্যদের ল্যান্ডমার্ক, ঐতিহাসিক জায়গা, থিম পার্ক এবং বিভিন্ন দ্বীপ দেখানো হয়।

দলটি জেন্টিং হাইল্যান্ডে ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল, জোহোরের ট্রোভ হোটেল, তিংগি দ্বীপের টেড মেরিন এবং মেলাকায় আফমোসা রিসোর্টে অবস্থান করেছিল।

এছাড়াও স্কাইট্রোপলিস ইনডোর থিম পার্ক, স্কাই অ্যাভিনিউ, ইম্যাগিনেট্রিকস শো, জেন্টিং, লেগোল্যান্ডে জেনেটিং প্রিমিয়াম আউটলেট, জোহোরের স্কাইসস্কেপ-মেনারা জল্যান্ডে, মেলামায় টিমিং সারি টাওয়ার, মেলাকা নদী, টিঙ্গি আইল্যান্ড সফর করে।

এই সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশি এজেন্টদের মালয়েশিয়ার নতুন পর্যটন পণ্য পরিদর্শন করা এবং আসন্ন ‘মালয়েশিয়া ২০২০ পরিদর্শন’ সমর্থন করা। মালয়েশিয়ার সরকার ২০২০ সালের মধ্যে ৩০ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক আগমনের আশা করছে। আর এতে ১০০ বিলিয়ন আর এম আয় হবে।

এ সম্পর্কিত আরও খবর