ডেঙ্গু সংক্রান্ত পরামর্শ মিলবে ডিএনসিসির কল সেন্টারে

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 08:27:02

রাজধানী জুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সচেতনতামূলক কার্যক্রম বিভিন্ন পদক্ষেপ নিয়েও তেমন সুবিধা করতে পারছে না।

এবার ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের চিকিৎসায় প্রয়োজনীয় পরমর্শ জানাতে কল সেন্টার চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (২৩ জুলাই) কল সেন্টারটি খোলা হয়েছে। বুধবার থেকে ডিএনসিসির কল সেন্টারের নম্বরে (০১৯৩২-৬৬৫৫৪৪) ফোন করলেই পাওয়া যাবে প্রয়োজনীয় পরামর্শ।

এ নম্বরে যে কেউ ফোন করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। ডিএনসিসির কল সেন্টারটিতে দিন-রাত ২৪ ঘণ্টা চিকিৎসকরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে পরামর্শ দেবেন।

এ সম্পর্কিত আরও খবর