সংস্কারে ধীরগতি, শাহজাহানপুর-খিলগাঁও সড়কে ভোগা‌ন্তি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 14:33:16

রাজধানীর দ‌ক্ষিণ শাহজাহানপুর-খিলগাঁও সড়কে দীর্ঘ‌দিন যাবত মেরামতের কাজ চলছে ধীর গাতিতে। ঢি‌লেঢালা কাজের গ‌তি মানু‌ষের ভোগা‌ন্তি বা‌ড়ি‌য়ে দি‌য়ে‌ছে বলে অ‌ভি‌যোগ স্থানীয়‌দের। তা‌দের দা‌বি, ঠিকাদার প্রতিষ্ঠানের কাজে ধীরগতি এই এলাকার মানুষের জন্য দুর্ভোগ আরও বাড়াচ্ছে।

মঙ্গলবার (২৩ জুলাই) শাহজাহানপু‌রে স‌রেজ‌মি‌নে দেখা যায়, ম‌তি‌ঝিল সরকা‌রি বালক উচ্চ‌ বিদ্যালয় থে‌কে খিলগাঁও রেল‌গেট সং‌যোগ সড়ক পর্যন্ত তীব্র যানজট। এই সড়‌কে স্কুল-ক‌লেজ পড়ুয়া যাতায়াতকারী বে‌শি। ভাঙা রাস্তায় চলাচ‌লে ভোগা‌ন্তির অ‌ভি‌যোগ চলাচলকারীদের মু‌খে মুখে।

শাহজানপু‌রের স্থানীয় বা‌সিন্দা শওকত আলম ব‌লেন, ‘এ রাস্তাটা কে‌টে রাখা হ‌য়ে‌ছে রোজার শুরুর দি‌কে। আর এখনও এভা‌বেই আ‌ছে। গত ক‌য়েক‌দিনে একটু আধটু ক‌রে চল‌ছে এ সড়‌কের কাজ। রাজধানীর বু‌কে একটা সড়‌কের কাজ শেষ কর‌তে এত‌দিন সময় নি‌লে মানুষ চল‌বে কিভাবে?’

বাচ্চা‌কে নি‌য়ে স্কু‌লে আসা এক মা বার্তা‌টো‌য়ে‌ন্টি‌ফোর.কম-কে ব‌লেন, ‘আমা‌দের অনেক কষ্ট হয়। বি‌শেষ ক‌রে যখন বৃ‌ষ্টি হয়, তখন বৃ‌ষ্টির পা‌নি জ‌মে শুরু হয় জলাবদ্ধতা। বাচ্চা‌দের নি‌য়ে চলাচল করা ক‌ঠিন হ‌য়ে প‌ড়ে।’

রাস্তার এমন বেহাল দশায় বিপাকে পড়ে‌ছেন এ এলাকার ব্যবসায়ীরাও। দ‌ক্ষিণ শাহজাহানপুর থে‌কে শাহজাহানপুর থানাগামী এক‌টি সং‌যোগ সড়ক মেরাম‌তের না‌মে অকেজো হ‌য়ে প‌ড়ে আছে অন্তত তিন মাস। মানু‌ষের চলাচল কম থাকায় ব্যবসায় প‌ড়ে‌ছে ভাটা। সারা‌দি‌নের ব্যবসায় সংসার চালা‌নো ক‌ঠিন হ‌য়ে গে‌ছে এ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী‌দের।

মোটর যন্ত্রাংশ বি‌ক্রেতা খাইরুল আলম বার্তা‌টো‌য়ে‌ন্টি‌ফোর.কম-কে ব‌লেন, ‘চার মাস ধ‌রে এ রাস্তা সংস্কারের কারণে বিপ‌দের মধ্যে আছি। রাস্তার এ অবস্থায় রোজার সময় ঠিকঠাক ব্যবসা হয়‌নি। আবার কোরবা‌নির ঈদ চ‌লে আস‌ছে। প‌রিবার নি‌য়ে ঈদের কী হ‌বে, ভ‌য়ে আছি।’

সংস্কার কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদা‌রি প্র‌তিষ্ঠান ভুঁইয়া এন্ড কোং এর সুপারভাইজার শ‌রিফুল ব‌লেন, ‘প্র‌তি‌দিন ১০০’রও বে‌শি মানুষ কাজ কর‌ছে। আশা ক‌রি আগামী দুই সপ্তা‌হের ম‌ধ্যে পু‌রো কাজ শেষ ক‌রে ফেল‌তে পার‌বে।’

এ সম্পর্কিত আরও খবর