সরকার নাগরিকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছে

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম | 2023-08-31 08:46:51

সরকার নতুন নতুন পদ সৃষ্টি আর নানান সুযোগ-সুবিধার মধ্যে দিয়ে নাগরিকদের সর্বোচ্চ সেবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।

তিনি বলেছেন, ‘২০০৯ সালের পর থেকে প্রধানমন্ত্রী ছয় লাখ নতুন পদ অনুমোদন দিয়ে ইতোমধ্যে ৬০ হাজার জনকে নিয়োগ দিয়েছেন। ক্রমাগত বেতন ভাতা ও নানান সুযোগ সুবিধা দিয়ে আমাদের বিত্তশালী করছেন। অথচ আমরা নাগরিকদের কাছে সেবা পৌঁছে দিতে পারছি না। এ বিষয় নিয়ে সরকার নতুন পরিকল্পনা করছে, যাতে করে আমাদের সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে পারি।’

মঙ্গলবার (২৩জুলাই) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলন।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল মান্নান বলেন, ‘১৮ কোটি মানুষের দেশে রাজস্ব খাতে সরকারি কর্মকর্তা রয়েছেন ১৮ লাখ। এর পাশাপাশি সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বিভিন্ন এমপিভুক্ত স্কুল- কলেজ মাদরাসায় রয়েছেন ১৮ থেকে ১৯ লাখ কর্মচারী। পুলিশে রয়েছে লাখের মতো।’

তিনি আরও বলেন, ‘বিসিএস পরীক্ষায় আগের তুলনায় এখনকার মেধাবীরা অ্যাডমিন ক্যাডার পছন্দ করে পুলিশের উচ্চ পর্যায়ের দায়িত্ব পালন করছেন। সবশেষ গত তিন বছরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় জনপ্রশাসন বিভাগের ১০৪ জন কর্মকর্তাকে পদক দেওয়া হয়েছে।’

বক্তেব্যের শেষে বিভাগীয় কমিশনার নিজ নিজ অবস্থান থেকে দেরশের জন্য কাজ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা আলোচনা সভার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী এস. এম খসরুল আলম কুদ্দসী বক্তব্য দেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম পুলিশ সুপার নুরে আলম মিনা, সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

এর আগে দিনটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর বেশ কিছু এলাকা প্রদর্শন করে সার্কিট হাউসে এসে শেষ হয়।

এ সম্পর্কিত আরও খবর