রংপুরে বানভাসিদের হাতে আনসারের ত্রাণ

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-16 07:36:02

রংপুরের পীরগাছায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।

সোমবার (২২ জুলাই) দুপুরে পীরগাছায় ছাওলা ইউনিয়নের শিবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন শতাধিক বানভাসির হাতে ত্রাণ তুলে দেয়া হয়।

আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জের পরিচালক একেএম জিয়াউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, 'আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জ নিজ তহবিল থেকে সামান্য ত্রাণ সহায়তা নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। এসব প্যাকেটে চিড়া, মুড়ি, গুড়, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, বিশুদ্ধ পানি, মোমবাতি ও দিয়াশলাই রয়েছে। এটা সামান্য সহায়তা। তবে আমাদের বিশ্বাস, সবাই যার যার অবস্থান থেকে বানভাসি মানুষদের পাশে সহায়তার হাত বাড়ালে বন্যার্তদের খাবার হাহাকার কমে আসবে।'

ত্রাণ বিতরণকালে অন্যান্যদের উপস্থিত ছিলেন- রংপুর জেলা কমান্ডেন্ট মো. জিয়াউর রহমান, কোম্পানি কমান্ডার রেজাউল ইসলাম, উপজেলা প্রশিক্ষক মো. আজম, শিবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. শফিকুল ইসলাম প্রমুখ।



এদিকে ত্রাণ হাতে বাড়ি ফেরার পথে বার্তাটোয়েন্টিফোর.কম-কের সঙ্গে কথা বলেন আফরোজা বেগম। তিনি বলেন, 'শিবদেব, গাবুড়া, জুয়ান, রামসিং গ্রামে এখনো হাঁটু পানি আছে। এবারের বন্যায় এসব গ্রামের অনেক ফসলি জমি পানির নিচে তলিয়ে আছে। পুকুর ডুবে মাছ ভেসে গেছে। অনেক ঘরবাড়ি বানের তোড়ে ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত মানুষরা এখনো খাবার সংকটসহ কর্মহীন অবস্থায় আছে। সরকারিভাবে খুব বেশি ত্রাণ পৌঁছেনি এসব গ্রামে।'

ত্রাণ সহায়তা প্রসঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম সরদার বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'অধিকাংশ বাড়িতে পানি ওঠায় রান্না করার পরিস্থিতি নেই। তাদের জন্য শুকনা খাবারের প্রয়োজন। ত্রাণ হিসেবে ইতোমধ্যে শুকনা খাবার ও কিছু জিআরের চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও আরও সরকারি ত্রাণ বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর