মশা মারতে কামান দাগাতে চাই না: কাদের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 00:08:05

প্রিয়া সাহার বক্তব্য প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মশা মারতে কামান দাগাতে চাই না।’

তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। কারো হাত আছে কিনা সেটি দেখছি। তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে এক্সপ্লেইন করতে হবে।’

সোমবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে প্রিয়া সাহা এমন বক্তব্য দিয়েছেন বলে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেটি সঠিক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘৩ কোটি ৭০ লাখ মানুষ গুম হয়েছেন, শেখ হাসিনা এমনটি বলতে পারেন না, বলেননি। মার্কিন প্রেসিডেন্টের কাছে এটি বলার মানে আমাদের ছোট করা।’

এতে প্রিয়া সাহার স্বামীর সম্পৃক্ততা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘পরিবারের সবাই এক মতাবলম্বী নাও হতে পারেন। এ ধরনের কোনো আইনও নেই। কেন অহেতুক এটি নিয়ে সমস্যা করব।’

 নিজ কার্যালয়ে ওবায়দুল কাদের , ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

এ ইস্যুতে সরকারের হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন হলো কেন জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে আমরা তুচ্ছজ্ঞান করতে পারি না। আমরা গভীরে যাচ্ছি। যেনে শুনে সিদ্ধান্ত নিতে চাই। কারো প্ররোচণা ও রাজনৈতিক মতলব আছে কি না। কারো উস্কানি থাকলেও সেটি খতিয়ে দেখা হবে।’

ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আমি কথা বলেছি। এটি রোধে তারা কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। দলীয় কেউ জড়িত থাকলেও কঠোর সিদ্ধান্ত নেব। সবার জন্য আইন একই। কারো জন্য আলাদা ব্যবস্থা নয়।’

এ সম্পর্কিত আরও খবর