খুলনায় প্র‌িয়া সাহার বিরুদ্ধে মামলা

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা | 2023-08-27 08:07:59

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা অভিযোগ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে প্রিয়া সাহার বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহিতার দু‌টি মামলা হয়েছে।

রোববার (২১ জুলাই) খুলনার মেট্রোপ‌লিটন ম্যা‌জিসট্রেট আদাৃলতে মামলা দু‌টি করেন জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক মো. কামরুজ্জামান জামাল ও নগরীর স্টেশন রোড এলাকার মৃত রা‌জেন্দ্রনাথ সাহার ছেলে মদন কুমার সাহা। ‌

মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট মো. আমিরুল ইসলাম বা‌দী প‌ক্ষের বক্তব্য শোনেন। যে‌হেতু এ ধারার মামলা গ্রহ‌ণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ের অনুম‌তি প্রয়োজন ‌সে‌ক্ষে‌ত্রে পরব‌র্তী তা‌রিখ নির্ধার‌ণের জন্য রে‌খে‌ছেন।

মামলা দু‌টির ফাই‌লিং আইনজীবীরা হ‌লেন, মো. শাহ আলম ও মোসা. শাম্মী আক্তার।

মামলা দু‌টির অভি‌যো‌গে বলা হয়েছে, আসামি একজন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, নিন্দাকারী তথা রাষ্ট্রদ্রোহী ব্যক্তি । ঘটনার দিন গত বুধবার (১৭ জুলাই) ধর্মীয় নিপীড়িন শিকার হওয়া বিশ্বের বিভিন্ন দেশের ২৭ জন নারী পুরুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহিত সাক্ষাৎ করেছেন। সংখ্যালঘুদের বিপদে পাশে দাঁড়ানোর জন্য তারা ট্রাম্পের কাছে কৃতজ্ঞতা জানান। এ সময়ে আসামি প্রিয়া সাহা নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে ট্রাম্পকে জানান যে, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিখোঁজ রয়েছেন। বাংলাদেশে তার (আসামির) বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, জায়গা জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, তবু তিনি (আসামি) ন্যায় বিচার পাননি।

প্রিয়া সাহা আরও বলেছেন, বাংলাদেশে ১ কো‌টি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছে, দয়া কের তাদের সাহায্য করুন। তার এ বক্তব্য‌ে বিশ্ব দরবা‌রে বাংলা‌দে‌শের ভাবমূর্তি ক্ষুণ্ন হ‌য়ে‌ছে। রা‌ষ্ট্রের বিষ‌য়ে এ ধর‌নের ষড়যন্ত্রকারী প্রিয়া সাহা‌কে একজন রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচারের আওতায় আনা জরুরি।

এ সম্পর্কিত আরও খবর