ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেউ অবিচারের শিকার হননি: গণপূর্তমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 21:03:00

প্রিয়া সাহার অভিযোগ সঠিক নয় উল্লেখ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেউ অবিচারের শিকার হননি বলে দাবি করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

রোববার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে তিনি সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় একজনও গুম হয়নি। হিন্দু-মুসলিম-বৌদ্ধ সবার সহাবস্থান রয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেউ অবিচারের শিকার হননি। প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন, তা অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত। অসৎ কোন পরিকল্পনা থেকেও এটি করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘প্রিয়া বালার যেহেতু কোনো সম্পত্তি নেই, সেহেতু তার সম্পত্তি নিয়ে যাওয়া কিংবা আগুন দেওয়ার সুযোগ নেই। তিনি বলেছেন মুসলিম মৌলবাদীরা এ ঘটনা ঘটিয়েছে- এটি সঠিক নয়, এটা অসত্য। আমার এলাকায় মৌলবাদীর অবস্থান নেই। সেখানে শান্তিপূর্ণ অবস্থান রয়েছে।’

রেজাউল করিম বলেন, ‘সাম্প্রতিক আমার গ্রাম চরবানিয়ারির প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন। তিনি বিবাহ সূত্রে যশোরের অধিবাসী। চরবানিয়ারি গ্রামে তিনি বসবাস করেন না, এবং এই গ্রামে তার কোনো সম্পত্তি নেই। এখানে তার বাবা ও ভাইয়ের সম্পত্তি আছে। তাদের একটা পরিত্যক্ত ঘরে রাতে আগুন লাগে, সেটি কেন্দ্র করে তার ভাই জগদিস বিশ্বাসের কেয়ারটেকার অমলেস বিশ্বাস একটি অভিযোগ দায়ের করেন। কোনো ব্যক্তির নাম সেখানে উল্লেখ করা হয়নি। এজাহারে কোনো মৌলবাদীর কথাও উল্লেখ করা হয়নি।’

তিনি বলেন, ‘আমার এলাকায় প্রিয়া সাহার কোনো জমি কেউ দখল করেনি, আগুনও দেয়নি। জেলা হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছেন প্রিয়া সাহার বক্তব্যের প্রতিবাদে তারা মানববন্ধন করবেন। প্রিয়া সাহার এনজিও আছে, সেটির পিরোজপুর সভাপতি বলেছেন তার পিরোজপুর ইউনিট বিলুপ্ত করেছে। প্রিয়া সাহার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর