রাজধানীসহ সারা দেশে মৃদু ভূমিকম্প

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 11:53:32

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) বেলা সাড়ে ৩টা ২০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের অরুণাচল প্রদেশের ক্যামেং জেলার বমডিলা এলাকায়।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, অরুনাচলে উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৫। ঢাকার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থল ৪৯৯ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত। সিলেট জেলা থেকে এর দূরত্ব ৩২৫ কিলোমিটার।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'ভারতের উত্তর প্রদেশ ভূমিকম্পের উৎপত্তিস্থল। এটি মাত্রা ছিল ৫.৫ রিখটার স্কেল। এটি খুব বড় ধরনের ভূমিকম্প হয়নি। চিন্তার কোনো কারণ নেই। ক্ষয়ক্ষতির তেমন কোন আশঙ্কা নেই।'

এ সম্পর্কিত আরও খবর